ট্রেন ধরতে গিয়ে লাইনে কাটা পড়ে মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচলেন মা ও ছেলে?দেখুন লাইভ ভিডিও।

Update: 2022-08-07 16:57 GMT

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : প্রবাদ আছে রাখে হরি,তো মারে কে?। শনিবার বিকেলে এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন বাঁকুড়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির থাকা মানুষজন।তখন সবে ঢুকেছে জায়নগর- পুরী এক্সপ্রেস। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই ছেলে পিছন থেকে ছুটতে,ছুটতে হাত নেড়ে বৃদ্ধা মাকে চলন্ত ট্রেনে চড়ার ঈশারা করতে থাকেন।আর সেই মতো ট্রনে চড়তে গেলে ঘটে বিপত্তি! ওই বৃদ্ধা যে সময় ট্রেনে উঠছিলেন সেই মুহুর্তে পিছন থেকে ছেলেও হুড়মুড়িয়ে উঠতে গেলে পা পিছলে বৃদ্ধা পড়ে যান।তার গায়ের ওপর পড়ে ছেলেও।

 বরাত জোরে প্লাটফর্ম আর লাইনের মাঝে পড়ে গেলেও চাকার সাথে পা ও শরীর স্পর্শ না করায় প্রাণে বাঁচেন।আরপিএফের এক মহিলা কনস্টেবলের তৎপরতায় তারা এযাত্রায় নতুন জীবন ফিরে পান। উদ্ধারের পর অবশ্য তারা ওই ট্রেনে চড়েই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন। দেখুন সেই ঘটনার লাইভ ভিডিও।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News