কোতুলপুরে বৈদ্যুতিক তারে লেগে খড় বোঝাই লরিতে আগুন,দমকল দেরিতে আসায় পুলিশকে ঘিরে বিক্ষোভ,পুলিশের গাড়ি ভাঙচুর!
বিকেলে আগুন ধরার ঘটনা ঘটলেও সন্ধ্যে গড়ানোর পরেও দমকল দুর্ঘটনা স্থলে না আসায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর কোতুলপুর থানার পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে তেড়ে আসে এবং পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জেলার কোতুলপুরে খড় বোঝাই চলন্ত লরি বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শে আসায় আগুন ধরে যায়। খড় অতি দাহ্য হওয়ায় সাথে,সাথে আগুন ভয়াবহ চেহারা নেয়। বিকেলে আগুন ধরার ঘটনা ঘটলেও সন্ধ্যে গড়ানোর পরেও দমকল দুর্ঘটনা স্থলে না আসায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর কোতুলপুর থানার পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে তেড়ে আসে এবং পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।পুলিশ - জনতা খন্ডযুদ্ধে কার্যত উত্তাল হয়ে ওঠে কোতুলপুরের বামুনাইরী মোড়।অবশেষে আগুন লাগার প্রায় ঘন্টা দেড়েক পর দুর্ঘটনা স্থলে দমকল এসে পৌঁছায়।এবং পুরোপুরি আগুন নেভায়। ততক্ষনে খড় পুড়ে ছাই। লরিটিও প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে,লরির চালকের তৎপরতায় পুরো গ্রাম অগ্নিকান্ডের হাত থেকে বেঁচে যায়।
চালক গ্রামের জনবসতি পুর্ণ এলাকা ছেড়ে আগুন লাগা অবস্থায় লরিটিকে দ্রুততার সাথে ফাঁকা এলাকায় নিয়ে আসেন। এবং নিজে লরি থেকে ঝাঁপ মেরে প্রাণে বাঁচেন। এদিকে,পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার পর এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং ঘটবাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇