অকাল বৃষ্টিতে বিড়ম্বনায় মাধ্যমিক পরিক্ষার্থীরা,তাদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ।

সায়ন্তনী রায়,অর্জুন মাঝির মতো অনেকেই জানিয়েছে, আজ পুলিশ কাকুরা এভাবেএগিয়ে না এলে, হয়তো তারা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই পারত না। এমনকি একটা বছর নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল।;

Update: 2025-02-20 17:23 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সাত সকালেই আকাশের মুখ ছিল গোমডা। সকাল একটু গড়াতেই আকাশ ভেঙ্গে আচমকা অকাল বৃষ্টির ঘনঘটায় বিড়ম্বনায় পড়তে হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। তাদের নিজেদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়। অনেকে বৃষ্টির জেরে পথে আটকেও পড়ে। বেশ কয়েকজন ছাত্র,ছাত্রীর এমন সমস্যার খবর কোতুলপুর থানার ওসির কানে আসতেই তিনি তার অন্যন্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের কজে লাগিয়ে তড়িঘড়ি পাঁচটি পুলিশ জিপে করে বিভিন্ন এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। আর পুলিশের এই ভুমিকায় খুশি পরীক্ষার্থীরাও।সায়ন্তনী রায়,অর্জুন মাঝির মতো অনেকেই জানিয়েছে, আজ পুলিশ কাকুরা এভাবেএগিয়ে না এলে হয়তো তারা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই পারত না।

এমনকি, একটা বছর নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল। তবে শেষ অবধি নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পেরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তা বলাই বাহুল্য।অন্যদিকে,বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস বলেন শুধু কোতুলপুর থানায় নয় বিষ্ণুপুর মহকুমা সহ জেলার বেশ কিছু এলাকায় পুলিশ বৃষ্টির কারনে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।এবং আগামী দিনেও পুলিশ এভাবে সব সময় পাশে থাকবে।বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছি আমরাও। 

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News