সুভাষ সরকারকে ঘিরে তৃণমূল সমর্থকদের গো ব্যাক স্লোগান,গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তেজনা তালডাংরায়।

এই ঘটনার পর বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার বনাম বর্তমান সাংসদ অরূপ চক্রবর্তীর মধ্যে রাজনৈতিক চাপান উতোর ঘিরে সরগরম তালডাংরার ভোট গণনার আবহ।;

Update: 2024-11-23 07:01 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : তালডাংরায় বিক্ষোভের মুখে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার। তিনি তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন।সুভাষ বাবুকে গো ব্যক স্লোগান দিতে,দিতে তেড়ে যান তৃণমূল কর্মী সমর্থকেরা। বাঁকুড়া২৪x৭ এর ক্যামেরায় সেই ভিডিও ধরা পড়েছে।দেখুন ঘটনা স্থলের তাজা ছবি।এদিকে, এই ঘটনার পর বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার বনাম বর্তমান সাংসদ অরূপ চক্রবর্তীর মধ্যে রাজনৈতিক চাপান উতোর ঘিরে সরগরম তালডাংরার ভোট গণনার আবহ।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News