আজ ঈদ - উল- ফিতর, সারা বিশ্বের সাথে জেলা জুড়েও উৎসবের আবহ।

আজ বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল খুশীর ঈদ। সকালে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গণে আবদ্ধ হলেন।বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় মাঠে ঈদের বিশেষ নামাজের আয়োজন করা হয় এদিন। শুভেচছা জানাতে উপস্থিত ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা।;

Update: 2025-03-31 11:29 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : শাওয়াল মাসের প্রথম দিন ইদ-উল-ফিতর উদযাপিত হয়। ইসলামিক লুনার ক্যালেন্ডার অর্থাৎ চান্দ্র মাস অনুযায়ী এটি দশম মাস। রমজানের রোজা ভেঙ্গে আজ ইদ-উল-ফিতরে মাতলেন সারা বাঁকুড়ার মুসলিম সসম্প্রদায়ের মানুষ জন। ইদ’-এর অর্থ ‘উৎসব’ এবং ‘ফিতর’-এর অর্থ ‘উপোস ভাঙা’। একমাসের রোজা ভেঙে উৎসব পালন করা হয় বলে এই পরব ইদ-উল-ফিতর নামে পরিচিত। আজ বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল এই খুশীর উৎসব। সকালে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গণে আবদ্ধ হলেন।বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় মাঠে ইদের বিশেষ নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে শুরু হয় খুশী ঈদ উৎযাপনের পালা। সাথে চলে একে অপরকে শুভেচ্ছা বিনিময়। এদিন ঈদের  আনন্দে মাতবে সারা জেলা। 

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে ঈদের শুভেচছা জানাতে হাজির হন সাংসদ অরূপ চক্রবর্তী,বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার, প্রাক্তন পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত,কাউন্সিলর শম্পা দরিপা,তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।এছাড়া বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গাও এখানে ঈদের শুভেচছা বিনিময় করেন। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন,খুশীর ঈদে সবার জন্য সুখ,সমৃদ্ধির দোয়া চাইলাম। আর বাঁকুড়ার সম্প্রীতি বিরাজ করুক, সবার জন্য ঈদের শুভেচছাও জানান তিনি।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News