বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পুরাতন কে বিদায় জানিয়ে নুতনের আবাহন। স্বাগত ১৪৩২। নববর্ষকে স্বাগত জানানোর পাশাপাশি, নুতন বছর সবার ভালো কাটুক এবং পরিবার পরিজনদের মঙ্গল কামনায় সকাল থেকেই বাঁকুড়া শহরের মন্দিরে,মন্দিরে ছিল লম্বা লাইন। অনেকেরই সকাল থেকে লাইনে দাঁড়ালেও পুজো দিতে,দিতে দুপুর গড়িয়ে যায়।বাঁকুড়া শহরের প্রাচীণ মন্দির ভৈরব স্থানে সকাল থেকেই ভীড় উপচে পড়ে। পুজোর ডালি হতে লম্বা লাইন চোখে পড়ে। বেলা বাড়ার সাথে,সাথে লাইনও বাড়তে থাকে৷ তবুও বছরের প্রথম দিন পুজো দেওয়ার সুযোগ কেও হাত ছাড়া করতে চাননি। তাও ধৈর্য ধরে লাইন দিয়ে পুজো সারেন। শহরের প্রায় সব মন্দিরেই কম- বেশী এমন চিত্র নজরে পড়েছে এদিন। চাঁদমারীডাঙ্গা কালী মন্দিরেও প্রচুর ভীড় ছিল এদিন।
পূণ্যার্থীদের এই মন্দিরেও অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থালতে হয়। চাঁদমারীডাঙ্গা কালী মন্দিরের পাশাপাশি, এখানকার বজরংবলী মন্দির ও গনেশ মন্দিরেও প্রচুর মানুষ পুজো দেন। এই দুই মন্দিরেও ভীড় ছিল ভালোই।এছাড়াও বাাঁকুড়ার মহামায়া মন্দির,এক্তেশ্বর শিব মন্দির, সতীঘাট হনুমান মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার ভীড় উপচে পড়ে এদিন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇