কোন হেড মাস্টার সিপিএম,বিজেপির চামচাগিরি করে যদি শিক্ষকদের জয়েন করতে না দেয়,তাঁকে সেই স্কুলে আর শিক্ষকতা করতে দেবো না, হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তীর।
এখন দেখার,আগামী কাল চাকরিহারারা স্কুলে জয়েন করতে গেলে, সাংসদের এই হুঁশিয়ারির পর প্রধানশিক্ষকরা কি ভূমিকা নেন? সেদিকেই নজর থাকবে জেলার রাজনৈতিক মহল থেকে চাকরিহারা সকলের, তা বলাই বাহুল্য।;
বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : চাকরিহারা শিক্ষক,শিক্ষিকাদের পাশে দাঁড়াতে গিয়,এবার সিপিএম ও বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি, স্কুলের হেড মাস্টারদের চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আর তার জেরে ফের বিতর্কেও জড়ালেন তিনি। এদিন, বিকেলে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাজ্যের ২৬ হাজার স্কুল শিক্ষক,শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে জনসমাবেশ ও ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়। এই সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দুই বিরোধী রাজনৈতিক দল বিজেপি ও সিপিএমকে একহাত নেওয়ার পাশাপাশি,বাঁকুড়ায় যে সব চাকরিহারারা ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, তাদের ওপর সিপিএমের তকমা সাঁটিয়ে,অরূপ বাবু
চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, কান খুলে শুনে রাখুন, তৃণমূলেরও ধৈর্যের একটা সীমা আছে,ধৈর্যের বাঁধ ভাঙ্গলে ডিআই অফিসে বিশৃঙ্খলাকারীদের একদিনে বাংলা ছাড়া করে দেবে।' পাশাপাশি,স্কুলের হেডমাস্টারা চাকরি হারাদের স্কুলে জয়েন করতে না দিলে, তাদের নাম নথিভুক্ত করারও নিদান দেন তিনি।মঞ্চের বক্তব্য শেষে,সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি কার্যত তার বক্তব্যে অনড় ছিলেন।অরূপ বাবু সাফ বলেন,কোন হেড মাস্টার সিপিএম,বিজেপির চামচাগিরি করে, যদি চাকরিহারা শিক্ষকদের জয়েন করতে না দেন,তাহলে তাঁকে সেই স্কুলে আর শিক্ষকতা করতে দেবো না,আমরা তাঁকে দেখে নেবো।এমনকি,এই চাকরিহারাদের সাথে নিয়ে রাজ্যে সিপিএম ও বিজেপি দাঙ্গা বাঁধাতে চাইছে বলেও অভিযোগ তোলেন এই তৃণমূল সাংসদ। যদিও তার দল এই দাঙ্গা রুখে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এখন দেখার,আগামী কাল চাকরিহারারা স্কুলে জয়েন করতে গেলে, সাংসদের এই হুঁশিয়ারির পর প্রধানশিক্ষকরা কি ভূমিকা নেন? সেদিকেই নজর থাকবে জেলার রাজনৈতিক মহল থেকে চাকরিহারা সকলের, তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇