নীলষষ্ঠী ব্রত ও পাট স্নান কে কেন্দ্র করে এক্তেশ্বরে পূণ্যার্থীদের ঢল,উল্লাসে মাতলেন গাজন সন্ন্যাসীরা।

Update: 2025-04-13 17:24 GMT

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন :  চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী। এই দিন সারা বাংলা জুড়ে নীলষষ্ঠীর ব্রত পালন করার রীতি রয়েছে৷ বাঁকুড়ার প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে এদিন নামল পূণ্যার্থীদের ঢল। মন্দির প্রাঙ্গনে নীলের বাতি জ্বালান মহিলারা। নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল-নীলাবতী অর্থাৎ শিব-দুর্গাএর বিবাহ উৎসব। এদিন বাংলার গৃহিণীরা নিজের সন্তান এর মঙ্গল কামনা ও নীরোগ সুস্থ জীবনের কামনায় নীলষষ্ঠী ব্রত পালন করেন। চৈত্রসংক্রান্তির গাজনের আগের দিন এই নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বাঁকুড়া এক্তেশ্বর শিব মন্দিরে এদিন বাবার পাট স্নানের রিতী রয়েছে। দুপুরে মন্দির থেকে পাট দ্বারকেশ্বর নদে নিয়ে আসা হয়। এবং বিকেল পর্যন্ত এখানে পাট স্নান পর্ব চলে। ভক্তরা পাট স্নান করানোর পাশাপাশি, নিজেরাও পাটের জলে স্নান করেন। তাঁদের বিশ্বাস পাটের জলে স্নান করলে রোগ মুক্তি ঘটে।

মনের কামনা পূরণ হয়। কথিত আছে এই পাটের জলে স্নান করলে নিসন্তান মহিলাদের সন্তান লাভ হয়। গাজন সন্ন্যাসীরাও পাট স্নান করান। তার পর স্নান শেষে এই পাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়।  বিকেল গড়িয়ে সন্ধে হলেই কাউন্ট,ডাউন শুরু হয় রাত গাজনের। সারা রাত মানুষের ভীড় উপচে পড়ে। এবং এই গাজনের রেশ থাকে চৈত্র সংক্রান্তির দিন দুপুর পর্যন্ত। তাই গাজন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে এক্তেশ্বর মন্দির কমিটির পাশাপাশি,পুলিশ ও প্রশাসন যাবতীয় ব্যবস্থা রাখছে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর স্বেচ্ছাসেবক থাকছেন পুরো গাজন চত্ত্বর জুড়ে।গাজন সন্ন্যাসীদের উল্লাসে নব বর্ষের আবাহন এদিন কার্যত শুরু হয়ে গেল। মাঝে আর একটা দিন।তার পরই ১ লা বৈশাখ। শুরু বাংলা নতুন বছরের। এক্তেশ্বর অধিপতির কাছে সবার কামনা নতুন বছর ভালো কাটুক সবার।

👁️‍🗨দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News