চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বেপরোয়া আক্রমণ সুভাষ ও নীলাদ্রির,যারা টাকা নিয়েছিল তারা এখন বিজেপির নেতা,পাল্টা কটাক্ষ অরূপের।

দুয়ারে বিধানসভা ভোট কড়া নাড়ছে। তাই হিন্দুদের ওপর আক্রমণ ও রাজ্যের চাকরি দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই বিজেপির নেতাএর হুঁশিয়ারি সিরিজ চলছে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা।;

Update: 2025-04-20 02:41 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :  ওন্দার বিধায়ক অমরনাথ শাখার হুঁশিয়ারি রেশ কাটতে না কাটতে ফের আজ চাকরি হারা অযোগ্য প্রার্থীদের টাকা ফেরানোর প্রসঙ্গ টেনে তৃণমূল নেতাদের বেলাগাম আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। একই সাথে সুভাষ বাবুর সুরেই গলা চড়ালেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাও। শনিবার,  চাকরি কেলেঙ্কারি ও হিন্দু হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন যারা চাকরির জন্য তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, সেই টাকা ফিরিয়ে দিতে বিজেপি সাহায্য করবে।শুধু চুপি,চুপি এসে বললেই হবে।ওই দালালদের আকাশ মুক্ত মঞ্চে তুলে এনে, জামা কাপড় খুলে, জল বিচুতি দিয়ে চাবুক মারা হবে।

 বাঁকুড়া বিধানসভার বিজেপি   বিধায়ক নীলাদ্রি শেখর দানা আরও একধাপ সুর চড়িয়ে চাকরি প্রার্থীদের কাছে টাকা আদায়কারী তৃণমূল নেতাদের আছড়ে মারার হুঁশিয়ারি দেন এদিন। এমনকি হিন্দুদের আত্মরক্ষার জন্য যন্ত্র রাখার নিদান দেন তিনি । এবং সভামঞ্চে বক্তব্য  রাাখার পর  সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও এই দুই বিজেপি নেতাই তাদের অবস্থানে অনড় থাকেন।অন্যদিকে,তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তীর পালটা দাবি,যারা চাকরির জন্য টাকা নিয়েছিলেন তারা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।বিজেপির নেতা হয়েছেন। ওদের কাছে টাকা আদায় করুক।

 দুয়ারে বিধানসভা ভোট কড়া নাড়ছে। তাই হিন্দুদের ওপর আক্রমণ ও রাজ্যের চাকরি দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই বিজেপির নেতাএর হুঁশিয়ারি সিরিজ চলছে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা। এখন দেখার প্রকৃত টাকা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিজেপি নেতাদের এই হুঁশিয়ারি আদৌ কাজে আসে কিনা? টাকা দিয়ে চাকরি কিনে চাকরি হারারা তাদের ঘুঁসের টাকা ফিরে পান কিনা? তা নিয়েও চর্চা চলছে পুরোদমে। 

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News