সোনামুখীতেও চলছে পালসার ২ কোটি সেলিব্রেশন!এখানকার চ্যাটার্জি অটোমোবাইলে আসুন আর ৭২০০ টাকা পর্যন্ত ছাড় নিন।

সোনামুখীর দেওয়ানবাজার রোডের চ্যাটার্জি অটোমোবাইলে এখন চলছে পালসার ২ কোটি সেলিব্রেশন অফার৷ এই অফারে মিলছে ৭২০০টাকা পর্যন্ত ছাড়।;

Update: 2025-04-20 03:09 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাজাজ অটোর ফ্ল্যাগশিপ মোটরসাইকেল ব্রান্ড পালসার ২ কোটির ও বেশী বিক্রি হয়েছে। বিশ্বের ৫০ টিরও বেশী দেশে দাপিয়ে বেড়াচ্ছে বাজাজ পালসার। এবং এই ২ কোটিরও বেশী পালসার বিক্রি করার ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বাজাজ পালসার ২ কোটি সেলিব্রেশনে মেতেছে। এই সেলিব্রেশনে আপনি পালসারের বিভিন্ন মডেল অনুযায়ী ৭২০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। প্রসঙ্গত২০০১ সালে প্রথম শুরু হয় পালসার সিরিজটি। এবং প্রথম ১ কোটি বিক্রির লক্ষ্য পুরণ করতে সময় লেগেছে প্রায় ১৭ বছর।অন্যদিকে, পরবর্তী ১ কোটি বিক্রির লক্ষ্যমাত্রা মাত্র ৬ বছরে অতিক্রম করে যায়।  এখন ইয়ং জেনারেশনের প্রথম পছন্দ পালসার।সোনামুখীর দেওয়ানবাজার রোডের চ্যাটার্জি অটোমোবাইলে এখন চলছে পালসার ২ কোটি সেলিব্রেশন অফার৷

এই অফারে আপনি সরাসরি ৭২০০টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তাই এই অফারের লাভ ওঠাতে চলে আসুন চ্যাটার্জি অটোমোবাইলে।এখানে পালসারের সব ভ্যারিয়েন্টে তো পাবেনই। এছাড়াও আপনি বাজাজের ইলেকট্রিক স্কুটার চেতক,বিশ্বের প্রথম সিএনজি বাইক ফ্রীডম সহ মোটর সাইকেলের সব মডেলের প্রচুর স্টকও পেয়ে যাবেন। সাথে আছে,ফাইনান্সেরর সুবিধাও তাই দেরি না করে আজই চলে আসুন চ্যাটার্জি অটোমোবাইলে। ঠিকানা দেওয়ান বাজার রোড,সোনামুখী, বাঁকুড়া। এখানে আপনি সরাসরি এসে যে কোন তথ্য জেনে নিতে পারেন। প্রয়োজনে চ্যাটার্জি অটোমোবাইলের কাস্টমার হেল্পলাইন নাম্বার : 9734226990 / 9832757555 এর যে কোন একটিতে কল করে নিতে পারেন। এছাড়া এখানে হোম ডেলিভারির সুবিধাও  আছে।তাই আজই আসুন আর অফারের লাভ ওঠান। 

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News