ভোটের আগে ওসি বদলের দাবিতে ইন্দাস থানা ঘেরাও করে বিক্ষোভ সৌমিত্রের,চড়ছে রাজনৈতিক পারদও।
শুধু থানা ঘেরাও করে বিক্ষোভেই থেমে থাকছেন না সৌমিত্র বাবু।সুত্রের খবর,তিনি ইন্দাস থানার ওসিযে বদলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছেও দরবার করবেন।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভোটের মুখে ইন্দাস থানার ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, তাকে অবিলম্বে হটানোর দাবিতে দলের বিধায়ক ও কর্মী,সমর্থক এবং কার্যকর্তাদের সাথে নিয়ে ইন্দাস থানায় বিক্ষোভ কর্মসুচিতে সামিল হলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ।তার অভিযোগ,ইন্দসে বিজেপি কর্মীরা আক্রান্ত,হচ্ছেন, তাদের সুরক্ষা না দিয়ে উল্টে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।এমনকি ওসির বিরুদ্ধে অবৈধ বালি সিন্ডিকেটের আঁতাতের অভিযোগ তুলেও এদিন সংবাদ মাধ্যমের কাছে সরব হন সৌনিত্র বাবু। এবং ওসি বদলের দাবিও তোলেন তিনি।
তিনি,এদিন বিজেপি কর্মী,সমর্থকদের ওপর আক্রমবের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারেরও দাবী তোলেন এদিন।শুধু থানা ঘেরাও করে বিক্ষোভেই থেমে থাকছেন না সৌমিত্র বাবু।সুত্রের খবর,তিনি ইন্দাস থানার ওসিযে বদলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছেও দরবার করবেন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇