রামনবমীর শোভাযাত্রায় লাঠি ঘোরালেন সাংসদ সৌমিত্র খাঁ।
মল্লভূমে রামনবমীর মহা মিছিলকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিষ্ণুপুর রেল স্টেশন এলাকা থেকে এই মহা মিছিলের সূচনা হয় এবং সারা শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় বাসন্তী তলায়।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মল্লভুম বিষ্ণুপুরের আকাশ ঢেকে গেল গেরুয়া পতাকায়। এদিন রামনবমীর মহা মিছিলে অগনিত মানুষ যোগ দেন। এই মহকুমা শহরের রামনবমীর মহা মিছিললে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিষ্ণুপুর রেল স্টেশন এলাকা থেকে এই মহা মিছিলের সুচনা হয়, সারা শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় মল্লভুমের বাসন্তী তলায়। এদিনের এই মহা মিছিলকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে। বিশাল পুলিশ বাহিনীর সাথে র্যাফ এবং জলকামান মোতায়েন করা হয় এদিন। তবে,কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। মহামিছিলের আয়োজকদের দাবি প্রায় ১৫ হাজারেরও বেশী মানুষ এদিন এই মহা মিছিলে পা মেলান। এদিনের এই শোভাযাত্রায় লাঠি খেলে সবার নজর কাড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তার এই লাঠি খেলা মোবাইল বন্দি করতে ভীড় জমে যায়।
সাংসদ সৌমিত্র খাঁয়ের পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তই এবং অন্যন্য হিন্দু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এদিন,রামনবমীর এই মহা মিছিলে রামলালার মুর্তি সহ নানান ট্যাবলো ছিল।ছিল নানান ব্যাদির সম্ভারও। সব মিলিয়ে বিষ্ণুপুরের এই রামনবমীর মহা মিছিল ঘিরে ছিল উৎসবের আবহ।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇