তালডাংলায় সবুজ সুনামি,জয়ের ব্যবধানের নিরিখে অরূপ চক্রবর্তীকে ছাপিয়ে গেলেন ফাল্গুনী সিংহবাবু।
জয়ের ব্যবধানের নিরিখে এবার গত নির্বাচনের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীকে ছাপিয়ে গেলেন উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১২,৫৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন অরূপ চক্রবর্তী।আর এবার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান বেড়ে হল ৩৪,০০৮২।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : উপ নির্বাচনে রাজ্য জুড়েই জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ছয়টি আসনেই জয়ী তৃণমূল। এমনকি বিজেপির দখলে থাকা মাদারিহাট ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়ল মা,মাটি,মানুষের দল।সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের তালডাংরা বিধানসভার উপ নির্বাচনে এখানকার ভোটাররা উজাড় করে ভোট দিলেন তৃণমূল প্রার্থীকে৷ তাই গত বিধানসভা নির্বাচনের থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান প্রায় তিন গুণের কাছাকাছি গিয়ে ঠেকল। জয়ের ব্যবধানের নিরিখে এবার গত নির্বাচনের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীকে ছাপিয়ে গেলেন উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। গত বিধানসভা নির্বাচনে এ-ই কেন্দ্রে ১২,৫৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন অরূপ চক্রবর্তী।
তিনি, বাঁকুড়া লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনে উপ নির্বাচন হয়। আর এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু একধাক্কায় জয়ের ব্যবধান অনেক খানি বাড়িয়ে নিলেন। তিনি জয়ী হলেন ৩৪ হাজার ৮২ ভোটে।এদিকে,রাজ্যের অন্যন্য কেন্দ্র গুলির মতো তালডাংরাতেও বাম ও জাতীয় কংগ্রেস কোন ছাপ ফেলতে পারেনি। জাতীয় কংগ্রেস তালডাংরায় বাম জোট ভেঙ্গে প্রার্থী দিলেও সংগঠন যে তলানিতে ঠেকেছে তা ইভিএমের ফল স্পষ্ট জানান দিচ্ছে।জাতীয় কংগ্রেস প্রার্থী, তুষার কান্তি সন্নিগ্রাহী মাত্র ২,৮২২ টি ভোট পেয়েছেন৷ আর বাম প্রার্থী দেবকান্তি মহান্তীর ঝুলিতে গেছে ১৯,৪৩০ টি ভোট। ২০২১ এর তুলনায় সিপিএম তথা বামেদের ভোট ব্যাঙ্কে খুব একটা হেরফের হয়নি। ২০২১ এ এ-ই আসনে সিপিএমের মনোরঞ্জন পাত্র লড়াই করেন৷
তিনি বরং উপ নির্বাচনের তুলনায় খানিক ভোট বেশী পেয়েছিলেন। তিনি পান, ২২,৯৬১ টি ভোট।বরং এবারে বামেদের ভোট কিছু কমেছে। বিজেপিরও ভোট অনেক কমেছে।২০২১এ বিজেপি প্রার্থী শ্যামল সরকার(বেনু) পেয়েছিলেন ৭৮,৫৯৩ ভোট। আর এবার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী পেয়েছেন,৬৪,৮৪৪ টি ভোট। তবে অন্যন্যা দেবীর দাবি,ভোটে কিছু কারচুপি হওয়ায় এমন ফল হয়েছে। অন্যদিকে,নির্দল প্রার্থী সাগর চন্দ্র দুলে পেয়েছেন ১,৫২৭ টি ভোট আর নোটায় পড়েছে ২৪৪৬ টি ভোট।এদিকে,তালডাংরা উপনির্বাচনে জয়ের ব্যবধান বাড়ানোটাই বড়ো চ্যালেঞ্জ ছিল তৃণমূল সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তীর কাছে।সেই চ্যালেঞ্জে তিনি জয়ী হওয়ায় উৎফুল্ল। বর্ষীয়ান নেতা অরূপ বাবু এই জয়কে মাটি মানুষের জয় বলে অভিহিত করেছেন।
এদিন, ভোট গণনা শুরুর পর প্রথম ট্রেন্ড মিলতেই ফাল্গুনী বাবু সাংবাদিকদের বলেন,তিনি অন্তত ত্রিশ হাজার ভোটে জিতবেনই। চুড়ান্ত ফল ঘোষনার পর তিনি তার দাবি করা জয়ের ব্যবধান টপকে যান। বিজয়ী হন ৩৪ হাজার ৮২ ভোটে। বিজেপি থেকে বাম কোন পক্ষই সেই অর্থে লড়াই করতে পারেনি তৃণমূলের সাথে। ফলে ঠিক বিধানসভা ভোটের দোরগোড়ায় এই উপ নির্বাচনকে সেমি ফাইনাল ধরলে ফাইনাল অর্থাৎ ২০২৬ এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের দিকেই যে পাল্লাভারী তার একটা ইঙ্গিত মিলছে। আর আগামী এক বছরের মধ্যে বিজেপি ও বাম দুই বিরোধী শিবির তাদের সাংগঠনিক ক্ষমতা না বাড়াতে পারলে তৃণমূল কার্যত বিনা যুদ্ধেই ২৬ এ ফের রাজ্যের ক্ষমতা দখল করবে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা, তা বলায় বাহুল্য। 👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇