প্রতাপবাগানে চালু হয়ে গেল মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের শাখা,আপনার বাড়ির ক্ষুদেটিকে সুপার জিনিয়াস করে তুলতে ভর্তি করুন আজই।
এনরোলমেন্টের জন্য আপনি কল করে নিতে পারেন মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের বাঁকুড়া শাখার হেল্প লাইন 8617840798 নাম্বারে। এছাড়া আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন বাঁকুড়া শহরের প্রতাপবাগানের কালীমেলা স্কুলের পাশে মেন্টাল ম্যাথস অ্যাবাকাস সেন্টারের এনরোলমেন্ট কাউন্টারেও।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া শহরে কয়েক মাস আগেই যাত্রা শুরু করে অ্যাবাকাস ইন্সটিটিউট মেন্টাল ম্যাথস অ্যাবাকাস। অল্প দিনেই ভালো সাড়া মেলায় বাড়তে থাকে ছাত্র,ছাত্রীর সংখ্যা। তাই এবার আরো বড়ো পরিসরে বাঁকুড়া শহরের প্রতাপবাগানে কালীমেলা স্কুলের পাশেই খুলে গেল এই অ্যাবাকাস ইনস্টিটিউটের বাঁকুড়া শাখা।বুধবার এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের ডিরেক্টর অজয় কুমার শা। উপস্থিত ছিলেন এই শাখার ছাত্র,ছাত্রী ও অবিভাবকরাও। এই অ্যাবাকাস সেন্টারের বিশেষত্ব হল পড়ুয়াদের আগের থেকে পাঁচ গুণ দ্রুততার সাথে অঙ্কের সমাধানে দক্ষ করে তোলা।এছাড়া হাতের লেখায় পটু করে তোলার পাশাপাশি,হোল ব্রেণ ডেভেলপমেন্ট,ম্যাথ উইকনেস রিমুভ্যাল রেমিডির মতো সুবিধাগুলিও মেলে।
এই সেন্টারে ৫ বছর বয়স থেকে ১৪ বছর বয়স পর্যন্ত পড়ুয়ারা ভর্তি হতে পারে।পড়ুয়ারা এখানে ক্লাস করে নিজেদের অঙ্কের প্রতি ভীতি যেমন কাটিয়ে তুলেছে,তেমনি আগের থেকে পাঁচ গুণ দ্রুততার সাথে অঙ্কের সমাধানও করতে পারছে।এই অ্যাবাকাস সেন্টারের প্রশিক্ষক মনীষা জানা বলেন,একেবারে খেলার ছলে পড়ুয়াদের মেন্টাল ম্যাথের পাঠ দেওয়া হয়। এবং তারা কতখানি দক্ষতা অর্জন করতে পেরেছে তার জন্য মাসিক মূল্যায়নের ব্যবস্থা যেমন রয়েছে,তেমনি রাজ্য ও জাতীয় স্তরে প্রতিযোগিতারও আয়োজন করা হয় সংস্থার তরফ থেকে।অন্যদিকে,মেন্টাল ম্যাথস অ্যাবাকাস ইন্সটিটিউটের ডিরেক্টর অজয় কুমার শা জানান,এই সংস্থার সারা রাজ্যে ইতিমধ্যেই ৬৪ টি শাখা সাফল্যের সাথে চলছে।
মেন্টাল ম্যাথস অ্যাবাকাস মুলত ছাত্র,ছাত্রীদের হোল ব্রেণ ডেভেলপমেন্টের ওপরে কাজ করে। এবং অভিভাবকরাও যেন তাদের বাচ্চাদের বাড়ি থেকেও গাইড করতে পারেন, তার জন্য মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের স্মার্ট লার্নিং অ্যাপসও রয়েছে। এখানে বাচ্চাদের এমনভাবে গড়ে তোলা হয় যাতে তারা স্কুলের পড়াশোনাতেও দক্ষ হয়ে ওঠে।আপনার বাড়ির ক্ষুদেটিকে তাই ভর্তি করিয়ে দিন এখানে আর অঙ্কে পটু করে তুলুন। এনরোলমেন্টের জন্য আপনি কল করে নিতে পারেন মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের বাঁকুড়া শাখার হেল্প লাইন 8617840798 নাম্বারে। এছাড়া আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন বাঁকুড়া শহরের প্রতাপবাগানের কালীমেলা স্কুলের পাশে মেন্টাল ম্যাথস অ্যাবাকাস সেন্টারের এনরোলমেন্ট কাউন্টারেও।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇