ডানার আগাম সতর্কতা বাঁকুড়াতেও আগামী কাল থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বাঁকুড়া জেলাতেও আগামী কাল থেকে স্কুল ছুটি থাকবে ২৬ শে অক্টোবর পর্যন্ত। কলেজ গুলিতেও পঠন, পাঠন বন্ধ থাকবে। ২৭ তারিখ রবিবার।ফলে সোমবার থেকে জেলার স্কুল,কলেজে পঠন- পাঠনের স্বাভাবিক ছন্দ ফিরে আসবে।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ডানার আগাম সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে রাজ্যের ৯ টি জেলার স্কুল ছুটি ও কলেজে পঠন,পাঠন বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। এই বিশেষ ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ৯ টি জেলার মধ্যে বাঁকুড়া জেলাও রয়েছে।স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে এই বিশেষ ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে। সেই মতো বাঁকুড়া জেলাতেও আগামী কাল থেকে স্কুল ছুটি থাকবে ২৬ শে অক্টোবর পর্যন্ত। কলেজ গুলিতেও পঠন, পাঠন বন্ধ থাকবে। ২৭ তারিখ রবিবার। ফলে আগামী সোমবার থেকে জেলার স্কুল,কলেজে পঠন- পাঠনের স্বাভাবিক ছন্দ ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।
স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে যে ৯ টা জেলায় ছুটির কথা বলা হয়েছে, সেই জেলাগুলি হল : দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা-এই ৯টি জেলায় সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে। প্রসঙ্গত,বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। ডানার আগাম সতর্কতা মুলক যাবতীয় ব্যবস্থা সেরে রেখেছে বাঁকুড়া জেলা প্রশাসনও। মেদিনীপুর লাগোয়া ব্লক গুলিকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।মুকুটমনিপুর,দামোদরে প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমও মোতায়েন করা হবে।
জেলার প্রতিটি ব্লককেই সব ধরনের পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণের জন্যও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রের খবর।