বাঁকুড়ায় এই প্রথম অনুষ্ঠিত হয়ে গেল মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের সুপার কিডস কম্পিটিশন,অংশ নিল প্রায় ৫৫০ প্রতিযোগী।
আপনিও চাইলে আপনার শিশুকে এখানে ভর্তি করতে পারেন৷ ৪-১৪ বছরের ছেলে,মেয়েরা ভর্তি হতে পারবে মাইন্ড মন্ত্রের অ্যাবাকাস সেন্টারে।সারা বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় সংস্থার শাখা রয়েছে। ভর্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনাকে 9836753777 নাম্বারে কল করে নিতে হবে।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : অ্যাবাকাস প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে মাইন্ড মন্ত্র বাঁকুড়া জেলা জুড়ে বেশ কয়েক বছর ধরে সাফল্যের সাথে কাজ করে চলেছে।জেলার ছাত্র- ছাত্রীদের জন্য তারা এই প্রথম শহরের রবীন্দ্রভবনে জেলা ভিত্তিক সুপার কিডস প্রতিযোগিতার আয়োজন করে। আর প্রথম বছরেই ব্যাপক সাড়াও মিলেছে। রবিবার আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় সাড়ে ৫০০ জন প্রতিযোগী। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ২০০ টি অঙ্কের সমাধান করে। ক্ষুদেরাও মুন্সিয়ানার সাথে প্রতিযোগিতায় অঙ্ক কষে নজর কাড়ে এদিন। ৪ থেকে ১৪ বছর বয়সের ছাত্র- ছাত্রীরা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।
মাইন্ড মন্ত্রের ডাইরেক্টর পিন্টু গুপ্তা বলেন,তাদের সংস্থা অ্যাবাকাস,বৈদিক ম্যাথ,ব্রেনজিমের মাধ্যমে চার থেকে ১৪ বছরের পড়ুয়াদের নিয়ে সারা দেশ জুড়ে সাফল্যের সাথে কাজ করে চলেছেন।বাঁকুড়াতেও তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রচুর ছাত্র,ছাত্রী নিয়মিত ক্লাস করে। বাঁকুড়া জেলার এই ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই এবার বাঁকুড়া শহরে প্রথম জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং প্রায় সাড়ে ৫০০ প্রতিযোগী অংশ নিয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে বাঁকুড়াতেও মাইন্ড মন্ত্রের ওপর ছাত্র,ছাত্রী এবং অবিভাবকদের দিন,দিন আস্থা বাড়ছে।ফলে জেলার বিভিন্ন এলাকায় সংস্থার শাখাও বাড়ছে।
আপনিও চাইলে আপনার শিশুকে এখানে ভর্তি করতে পারেন৷ ৪-১৪ বছরের ছেলে,মেয়েরা ভর্তি হতে পারবে মাইন্ড মন্ত্রের অ্যাবাকাস সেন্টারে।সারা বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় সংস্থার শাখা রয়েছে। ভর্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনাকে 9836753777 নাম্বারে কল করে নিতে হবে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇