তালডাংরায় এগিয়ে তৃণমূল,কত ভোটে জিতবেন? আগাম জানালেন প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
এখন পাওয়া ট্রেন্ডে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু প্রায় ৩৩৯৭ ভোটে এগিয়ে আছেন। কড়া নিরাপত্তায় মোট ২৪ টি টেবিলে ভোট গণনার কাজ চলছে। এই কেন্দ্রে ১১ টি রাউন্ডে ভোট গণনার পর চুড়ান্ত ফল জানা যাবে।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : তালডাংরা বিধানসভার উপ নির্বাচনের গণনায় সকালের প্রথম ট্রেন্ডেই তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার খবরে দলের কর্মী,সমর্থকেরা উল্লাসে ফেটে পড়লেন।এখন পাওয়া ট্রেন্ডে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু প্রায় ৩৩৯৭ ভোটে এগিয়ে আছেন।কড়া নিরাপত্তায় মোট ২৪ টি টেবিলে ভোট গণনার কাজ চলছে। এই কেন্দ্রে ১১ টি রাউন্ডে ভোট গণনার পর চুড়ান্ত ফল জানা যাবে।তবে,দুপুরের মধ্যেই ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন,এই তো ট্রেন্ড আসা শুরু হয়েছে,যত বেলা বাড়বে তৃণমূল তত বেশী ভোটে এগিয়ে যাবে তাঁর দাবী,তিনি অন্তত ত্রিশ হাজার ভোটে জয়ী হবেন। প্রথম রাউন্ডের শেষে নির্বাচন কমিশন সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী এগিয়ে তৃণমূল প্রার্থী।
তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর প্রাপ্ত ভোট ৮,৯২৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীর থেকে তিনি ৩৩৯৭ টি ভোটে এগিয়ে আছেন। এই টেন্ড আসার সাথে,সাথে সিমলাপাল মদন মোহন হাইস্কুলের গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মী,সমর্থকদের ভীড় বাড়তে থাকে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇