বড়দিনের বিশেষ প্রার্থনা বাঁকুড়া চার্চে,শীতের হিমেল হাওয়ায় উৎসবের আবহ জেলা জুড়ে।

জেলার সদর শহর থেকে জঙ্গলমহল সর্বত্র গীর্জার,গীর্জায় আজ ছিল আনন্দ উৎসবের আয়োজন। বাঁকুড়া শহরের কলেজমোড়ের চার্চেও এদিন ছিল বিশেষ প্রার্থনা সভার আয়োজন। এই প্রার্থনায় অংশ নেন শহরের অগনিত খ্রীশ্চান ধর্মপ্রাণ মানুষজন।

Update: 2024-12-25 10:31 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বড়দিন। প্রভু যীশু এদিন পৃথিবীতে জন্ম নেন। সারা বিশ্বের আপামর খ্রীশ্চান সম্প্রদায়ের মানুষ জনের বিশ্বাস,সৃষ্টি কর্তার মহিমা প্রচারের মধ্য দিয়ে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর এই ধরাধামে আবির্ভাব।তাই এই শুভ দিনে প্রার্থনা, আর গীর্জায় গীর্জায় ঘন্টার ধ্বনিতে পরম পিতার কাছে সুখ ও শান্তির কামনা করলেন অগনিত খ্রীশ্চান ধর্ম প্রাণ মানুষজন। জেলার সদর শহর থেকে জঙ্গলমহল সর্বত্র গীর্জার,গীর্জায় আজ ছিল আনন্দ উৎসবের আয়োজন। বাঁকুড়া শহরের কলেজমোড়ের চার্চেও এদিন ছিল বিশেষ প্রার্থনা সভার আয়োজন। এই প্রার্থনায় অংশ নেন শহরের অগনিত খ্রীশ্চান ধর্মপ্রাণ মানুষজন। বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে এই চার্চ।


ছিল উপচে পড়া ভীড়ও। সবে মিলে চার্চ প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আবহ। চার্চের বড় দিনের প্রার্থনায় সারা বিশ্ব জুড়ে শান্তি কামনা করার পাশাপাশি,প্রভু যীশুর আদর্শকে তুলে ধরা হয়।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News