মাত্র ছয় দিনে তৈরি হয়েছে এমপি কাপের পিচ,পিচে রানও আছে,আবার ট্রানও মিলবে,জেনে নিন পিচের চরিত্র।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মাত্র ছয় দিনে তৈরি করা হয়েছে এমপি কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের এর পিচ। বাঁকুড়া শহরের তামলীবাঁধ মাঠে ডিএসএ এর ক্রিকেট সেক্রেটারি পার্থ সারথি দের তত্ত্বাবধানে বাঁকুড়ার কিউরেটার এবং গ্রাউন্ড স্টাফরা মিলে এই পিচ বানিয়েছেন। পার্থ সারথি বাবুর দাবি,তারা টি -২০ এর উপযোগী করে এই পিচ বানিয়েছেন,চেষ্টা করেছেন বাউন্স ও টার্ণ দুইই যাতে এই পিচে থাকে। তবে,ওভার অল ব্যাটিং পিচের ফরমুলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যাতে করে হাই স্কোর ওঠে এবং খেলা উপভোগ করতে পারেন দর্শকরা। একটু পিচের সাথে মানিয়ে খেললে এই পিচে ১৭০-২০০ রান অনায়াসে করা যাবে এমনটাই জানিয়েছেন পার্থ সারথি বাবু। আসুন,তার পিচ রিপোর্ট জেনে নেওয়া যাক।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇