বেপরোয়া লরির সাথে মুখোমুখি ধাক্কা মোটর বাইকের,এক দম্পতি ও তাঁদের দশ বছরের কন্যা সহ মৃত তিন।

একই পরিবারের এই তিন জনের মৃত্যুর ঘটনায় তালডাংরা ও ওন্দা দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়াচ লরির চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের আরও সক্রিয়তার দাবি তুলেছেন।

Update: 2024-11-26 16:14 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিন জনের।মঙ্গলবার বিকেলে বাঁকুড়া জেলার তালডাংরার থানা এলাকার রুকনি খালের কাছে একটি বেপরোয়া লরির সাথে মুখোমুখি ধাক্কা হয় একটি মোটর বাইকে।ওই বাইকে চড়ে শ্রীমন্ত মুর্মু তার স্ত্রী সরস্বতী মুর্মুও বছর দশের মেয়ে অলকাকে নিয়ে শ্বশুর বাড়ি তালডাংরার শ্যামপুর থেকে নিজের বাড়ি ওন্দা থানার আড়াডাঙ্গায় ফিরছিলেন।ফেরার পথে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়েন।তাদের বাইকটিকে উল্টোদিক থেকে সাবড়াকোন গামী একটি লরি সজোরে ধাক্কা মারে।বাইক সহ রাস্তায় তিনজনই ছিটকে পড়েন।ঘটনাস্থলেই প্রাণ হারান এই আদিবাসী দম্পতি।তাদের মেয়ে অলকা কে উদ্ধার করে স্থানীয়রা তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে,কিছুক্ষণের মধ্যেই অলকা মৃত্যর কোলে ঢলে পড়ে।

এদিকে,একই পরিবারের এই তিন জনের মৃত্যুর ঘটনায় তালডাংরা ও ওন্দা দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়াচ লরির চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের আরও সক্রিয়তার দাবি তুলেছেন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News