মোমো গেম চ্যালেঞ্জ কে পাল্টা চ্যালেঞ্জ জেলা পুলিশের,স্কুল,কলেজে সচেতনতা শিবির।
জেলা পুলিশের “জাগরণ প্রকল্পে” – স্কুল,কলেজে গিয়ে সেমিনারের মাধ্যমে এই মারণ খেলার হাতছানি কী ভাবে এড়ানো যায় তার পাঠ দেওয়া হল।পাশাপাশি, বিলি করা হল মোমোর মোকাবিলায় কী করনীয়? তার তথ্য সম্বলিত লিফলেটও।
বাঁকুড়ার মেজিয়া থানা এলাকায় মেজিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আজ এই ধরনের একটি সেমিনারের আয়োজন করে মেজিয়া থানা। সোস্যাল সাইটে এই ধরনের খেলার হাতছানি,বা সন্দেহজনক লিংক কীভাবে এড়িয়ে যেতে হবে, বা মোমো গেম খেলতে বললে, আতঙ্ক কাটিয়ে সাথে,সাথে পুলিশের সাহায্য -কীভাবে নিতে হবে এবং কোন বন্ধু,বা নিকট আত্মীয় বা পরিচিত মোমো গেম নিয়ে আতঙ্কের মধ্যে থাকলে তাকে কী ভাবে সাপোর্ট দিয়ে বাঁচানো যাবে, তা নিয়ে, নানা তথ্য নির্ভর আলোচনা চালান পুলিশ আধিকারিকরা।
পুলিশের কাছে, এমন বিস্তারিত জানার সুযোগ মেলায়, বেজায় খুশী পড়ুয়ারাও। তাছাড়া, মোমে নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই! তাও তারা বুঝে নিতে পারল এই আলোচনা শিবিরে। ফলে মোমোর আতঙ্ক কাটিয়ে, মোমকেই গেম না খেলার ‘পাল্টা’- চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরী রইল এই স্কুলের ছাত্রীরা!
এমন অনুষ্ঠান জেলার প্রায় সব থানা এলাকাতেই চলবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।