চার দিনের মধ্যে মেজিয়ার ডাকাতির ঘটনার কিনারা,পুলিশের জালে চার ডাকাত,বাকীদের ধরতে তল্লাশি পুলিশের।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ দর্জি জানান,ধৃতদের কাছ থেকে ডাকাতির বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে।একটি মানিব্যগ,একটি রুপার চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুটি মোবাইল ফোন এবং আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার হয়েছে।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : উৎসবের আবহে গত ২৬ শে অক্টোবর জনা দশ থেকে এগারো জনের সশস্ত্র ডাকাত দল জেলার মেজিয়া থানা এলাকার শ্যামপুর গ্রামের জনৈক হারাধন বাউরীর বড়িতে হানা দিয়ে নগদ টাকা,সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। এই ডাকাত দল বাড়ির দেওয়াল টপকে ভেতরে ঢোকে এবং পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।বাধ্য হয়ে তারা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি।ডাকাত দল তাদের কাজ হাসিল করে পালিয়ে যায়।এরপর মেজিয়া থানায় এই ডাকাতির অভিযোগ দায়ের হলে তদন্তে নামে মেজিয়া থানা।এরপর বাঁকুড়া জেলা পুলিশ এবং মেজিয়া থানা মিলে এই ডাকাতির কিনারা করতে সিট গঠন করা হয়। সেই তদন্তকারী দল ঘটনার চারদিনের মাথায় চার ডাকাতকে ধরে ফেলে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ দর্জি জানান:
ধৃতদের কাছ থেকে ডাকাতির বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে।একটি মানিব্যগ,একটি রুপার চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুটি মোবাইল ফোন এবং আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতার ও লুট হওয়া অন্যান্য গয়নাগাটি এবং নগদ টাকা উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।পাশাপাশি,এই গ্যাংয়ের সাথে অন্যান্য অপরাধের কোন যোগসুত্র আছে কিনা? তাও খতিয়ে দেখছে পুলিশ।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇