রাতের অন্ধকারে হাতির হামলা,ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক মহিলার,আতঙ্কিত বড়জোড়ার খাড়ারি গ্রামের বাসিন্দারা।

বড়জোড়া রেঞ্জে বেশ কয়েকটি আবাসিক হাতি রয়েছে। পাশাপাশি, গঙ্গাজলঘাটি এলাকায় ৪ টি হাতি ঘাটি গেড়েছে।গ্রামবাসীদের দাবি,গঙ্গাজলঘাটি থেকে ওই ৪ টি হাতির দল খাঁড়ারি গ্রামে ঢুকে পড়ে এবং তান্ডব চালায়। যার জেরেই ঘুমন্ত অবস্থায় বাড়ির দেওয়াল চাপা পড়ে মারা যান বাসন্তী মন্ডল নামে ওই গৃহবধূ।

Update: 2024-07-23 14:01 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : রাতের অন্ধকারে গ্রামে হানা দেয় হাতির দল।বেপরোয়া হামলা চালায় গ্রাম জুড়ে।গ্রামের বেশ কয়েকটি বাড়ীতে ভাঙচুরও চালায় গজরাজের দল। আচমকা হাতির হামলায় ভেঙ্গে পড়া ঘরের দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হন বাসন্তী মন্ডল নামে এক মহিলা।খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনা স্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মিরা।তারা গ্রামবাসীদের সাথে নিয়ে হাতিগুলিকে তাড়িয়ে আহত বাসন্তী দেবীকে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়।অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে মঙ্গলবার ভোরে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

এদিকে,এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বড়জোড়ার খাড়ারি গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তারা অবিলম্বে এলাকা থেকে হাতি তাড়ানোর দাবি তুলে সরব হন। বড়জোড়ার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়ও হাতির হানা ঠেকাতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি তুলেছেন।প্রসঙ্গত,জেলার বড়জোড়া রেঞ্জে বেশ কয়েকটি আবাসিক হাতি রয়েছে। পাশাপাশি, গঙ্গাজলঘাটি এলাকায় ৪ টি হাতি ঘাটি গেড়েছে।গ্রামবাসীদের দাবি,গঙ্গাজলঘাটি থেকে ওই ৪ টি হাতির দল খাঁড়ারি গ্রামে ঢুকে পড়ে এবং তান্ডব চালায়। যার জেরেই ঘুমন্ত অবস্থায় বাড়ির দেওয়াল চাপা পড়ে মারা যান বাসন্তী মন্ডল নামে ওই গৃহবধূ।

বন দপ্তর সুত্রে জানা গেছে, দপ্তরের নিয়ম অনুয়ায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View
Tags:    

Similar News