মেজিয়ার দামোদর চরে অভিযান চালিয়ে ৩৫ বিঘা জমির বেআইনী পোস্ত চাষ নষ্ট করল আবগারি দপ্তর।

Update: 2019-03-10 11:35 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেআইনী পোস্ত চাষ বন্ধ করতে অভিযানে নেমে বড়ো সাফল্য পেল জেলা আবগারি দপ্তর। আজ ভোরে মেজিয়া ব্লকের দামোদর নদের কেশব মানা ও দূর্গা মানা এই দুই চরে হানা দেয়।

আবগারি দপ্তরের বিশেষ দল এবং পুলিশ বাহিনী ও র‍্যাফ নিয়ে চলে অভিযান। দামোদরের চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেআইনী পোস্ত চাষ রমরমিয়ে চলছিল। আবগারি দপ্তর সোর্স মারফৎ খবর পেয়ে এই আভিযান চালায়। জেলা আবগারি দপ্তরের দাবী, প্রায় ৩০-৩৫ বিঘা জমিতে চাষ করা অবৈধ পোস্ত গাছ এদিন নষ্ট করা হয়েছে।

#দেখুন 🎦ভিডিও 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/road-accidents-1death-3-injured/frb-19-an/" rel="attachment wp-att-3773">

Similar News