বেলিয়াতোড়ে হাতির হানায় মৃত এক। গ্রাম জুড়ে আতঙ্ক!

Update: 2019-04-28 09:01 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের জেলায় হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল। বেলিয়াতোড়ের গোঁসাইপুর গ্রামের বাসিন্দা গৌর হরি ঘোষ হাতির আক্রমণে প্রাণ হারালেন। এদিন সকালে কুমড়োর জমিতে চাষের কাজ দেখতে গিয়ে হাতির আক্রমণের সামনে পড়েন তিনি।হাতিটি তাকে শুঁড়ে পেঁচিয়ে, আছড়ে,পায়ে করে থেঁতলে মেরে ফেলে। ঘটনা টের পেয়ে গ্রামের মানুষ জন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বন দপ্তর জানিয়েছে, আবাসিক হাতির হানাতেই প্রাণ গেছে গৌর হরির। বন দপ্তরের নিয়ম মতো মৃত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতি পূরণের টাকা তুলে দেবে বন দপ্তর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/storm-effect-at-mukutmonipur/aug-20-1/" rel="attachment wp-att-4286">

Similar News