সম্প্রীতির বাতাবরণে পুনিশোলে হিন্দু, মুসলিমরা এক সাথে স্বেচ্ছায় রক্তদানে সামিল হলেন।
#খবর এক পলকে : ধর্মীয় ভেদাভেদ নয়! বরং সম্প্রীতির অন্যন্য নজীর গড়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এক সাথে সেচ্ছায় রক্তদান করলেন। জাতি,ধর্ম নির্বিশেষে আজ স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যাটা ছিল ৯০ জন। যাদের মধ্যে মহিলাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। ওন্দা ব্লকের পুনিশোল এক স্বেচ্ছা সেবী সংস্থার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।