তালডাংরায় কর্মী সভায় বিস্ফোরক অরূপ,বিজেপি প্রার্থীকে জালি তৃণমূল তকমা,জয়ের জন্য বিজেপির সাথে আঁতাতের নিদান।

অরূপ চক্রবর্তী নিজের দলের লোকজনদের বলেন,বিজেপির বিক্ষুব্ধদের সাথে যোগাযোগ রাখতে।কারন,তারা জালি তৃণমূলী অনন্যা দেবীকে ভোট দেবেন না।তাদের ভোট আসল তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর ঝুলিতে পড়বে। অর্থাৎ বিজেপির দলবদলুকে প্রার্থী করার ক্ষোভকে হাতিয়ার করেই তালডাংরা দখলে রাখার দাওয়াই দিলেন তৃতীয় সাংসদ।;

Update: 2024-10-28 10:18 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বহিরাগত তকমা সেঁটে গিয়েছিল আগেই।এবার নতুন করে জালি তৃণমূলীর তকমাও জুড়ে গেল তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর গায়ে।বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী খোদ এই "জালি তৃণমূলী" র তকমা দিলেন অনন্যা দেবীকে। রবিবার ভোট প্রচারে গিয়ে, তালডাংরার ব্রজরাজপুরে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।এমনকি সদ্য বিজেপিতে যোগ দিয়েই অনন্যা দেবী টিকিট পাওয়া,স্থানীয় বিজেপি নেতা ও কর্মী সমর্থকেরা ভালো চোখে দেখছেন না বলেও দাবি করেন অরূপ চক্রবর্তী।

তিনি,দলের লোকজনদের বলেন, বিজেপির বিক্ষুব্ধদের সাথে যোগাযোগ রাখতে।কারন তারা জালি তৃণমূলী অনন্যা দেবীকে ভোট দেবেন না।তাদের ভোট আসল তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর ঝুলিতে পড়বে।অর্থাৎ বিজেপির দলবদলুকে প্রার্থী করার ক্ষোভকে হাতিয়ার করেই তালডাংরায় ভোট বৈতরণি পার হতে চাইছেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী।যদিও,এই দলবদল রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ।তাই এসবকে গুরুত্ব দিতে চাননা বিজেপি প্রার্থী অনন্যা দেবী।তিনি বলেন এসব ফ্যাক্টর নয়,তৃণমূলের পক্ষে আর মানুষ নেই। তৃণমূল যে জালি তার ইঙ্গিত তো খোদ সাংসদই দিচ্ছেন।আমি নয়,ওনাদের দলই জালি।

মানুষ এবার তালডাংরায় পরিবর্তন ঘটাতে তৈরি বলেও দাবি করেন বিজেপি প্রার্থী  অনন্যা দেবী। প্রসঙ্গত,তালডাংরায় তৃণমূল কংগ্রেসেরও যেমন গোষ্ঠী কোন্দল রয়েছে তেমনি বিজেপিও একটা বিক্ষুব্ধ গ্রুপ অনন্যা দেবীর বিরোধী হিসেবে ইতি মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তাই দুই প্রধান প্রতিপক্ষের নেতাদের কাছে এই ঘরের শত্রু বিভীষণদের বাগে আনার ওপরই নির্ভর করছে ভোটের জয়- পরাজয়।এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News