ডানার আবহেই শহরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল দোতলা বাড়ির একাংশ,বড়ো বিপদ না ঘটলেও পুরসভার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব স্থানীয়রা।

বাঁকুড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এমন জরাজীর্ণ পুরানো বাড়ি বিপদের ঝুঁকি মাথায় নিয়েই দাঁড়িয়ে আছে বছরর পর বছর। ইন্দারাগোড়ার এই দুর্ঘটনার পর শহরের সব ভগ্নপ্রায় বাড়িগুলি ভেঙ্গে ফেলার নোটিশ জারির দাবি উঠছে।

Update: 2024-10-27 10:51 GMT

বাঁকুড়া২৪এক্স৭ প্রতিবেদন  : শতাব্দী প্রাচীণ বাড়িটির জরাজীর্ন অবস্থা!তার ওপর বট,অশ্বত্থ থাবা বসিয়ে আরও কাবু করে দিয়েছে।পাশাপাশি, আগাছার শিকড় ঝুলছে বাড়ির দেওয়াল বেয়ে! সবে মিলে,কার্যত হানাবাড়ির চেহারা নিয়েই শহরের ইন্দারাগোড়ায় কোনক্রমে টিকে আছে এই বাড়িটি।আর এই বাড়িতেই ঝুঁকির দিন গুজরান দিব্যি চলে আসছিল। এক বা দুই নয়, এই বাড়িতেই বসবাস চার থেকে পাঁচটি পরিবারের।এছাড়া কয়েকটি দোকানও রয়েছে। জরাজীর্ণ এই বাড়িটি পুরসভার খাতায় বিপদজনক বাড়ি হিসেবে তকমা পেলেও, আর্থিক অনটনে থাকা এই পরিবার গুলি বিপদ মাথায় নিয়েই বসবাস করছিলেন।ডানার আবহে বৃষ্টি আর দমকা হাওয়ায় এই দোতলা বাড়ির নডবড়ে একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে শনিবার সকালে। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন আসেপাশের বাসিন্দারা।

বাড়ির দোতলা থেকে তড়িঘড়ি নামানো।হয় একটি পরিবারকে।বাকিদেরও উদ্ধার করা হয়। কয়েক জন অবশ্য সেই সময় বাড়ির বাইরে ছিলেন। ফলে হতাহতের ঘটনা এড়ানো গেছে।পাশাপাশি,পথচারীরাও কোনক্রমে বেঁচে গেছেন। এই প্রাচীণ দোতলা বাড়ির একটা অংশ আজ ভেঙ্গে পড়েছে।বাকি অংশও যে কোন সময় ভেংগে পড়তে পারে?কিন্তু অন্য কোথাও ভাড়া বাড়িতে থাকার আর্থিক সঙ্গতি না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এই বাড়িতে বসবাস করছেন পরিবার গুলি।এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা পুরসভার ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই যাত্রাই বড়ো বিপদ এড়ানো গেলেও,তাদের আশঙ্কা, যে কোন সময় এই বাড়ির আরও অন্যান্য অংশ এমনকি পুরো বাড়িও ভেঙ্গে পড়তে পারে।

তাই, পুরসভা অবিলম্বে এই বিপদ ঠেকাতে আগাম ব্যবস্থা নিক। এমন দাবি তুলে সরব হয়েছেন এলাকার মানুষ জন।বাঁকুড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এমন জরাজীর্ণ পুরানো বাড়ি বিপদের ঝুঁকি মাথায় নিয়েই দাঁড়িয়ে আছে বছরর পর বছর। ইন্দারাগোড়ার আজকের এই দুর্ঘটনার পর এই সব ভগ্নপ্রায় বাড়ি ভেঙ্গে ফেলার নোটিশ জারির দাবি উঠছে।এখন দেখার বাঁকুড়া পুরসভার আদৌও টনক নড়ে কিনা?

👁️‍দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News