বড়জোড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে ভোল বদল প্রাথমিক স্কুলের,খুশি পড়ুয়ারা।

Update: 2023-12-29 01:59 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : গ্রামের প্রাথমিক স্কুল বাড়ীর হাল ফেরাতে সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এল রাহি ইনফ্রাটেক নামে একটি কোম্পানি।বড়জোড়া ব্লকের ঘুটগেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক স্কুল বাড়ি গুলির সংস্কার করার উদ্যোগ নিয়েছে এই রাহি ইনফ্রাটেক।আর এই কাজের বাস্তব রূপায়ণের দায়িত্বে আছে ডিআইটিও নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।এই প্রকল্পের অধীনে আজ সাহেবডাঙ্গা - বেলডাঙ্গা প্রাথমিক স্কুলের নব কলেবরে গড়া স্কুল বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল।এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহি ইনফ্রাটেক এর এমডি প্রদীপ খৈতান।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাহুল খৈতান, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জিলা পরিষদের পুর্ত কধর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যন্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আমন্ত্রিত ছিলেন জাতীয় শিক্ষকের শিরোপা জয়ী শিক্ষক বুদ্ধদেব দত্ত প্রমুখ।বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় রাহি ইনফ্রাটেকের এই উদ্যোগের প্রশংসা করেন।তিনি বলেন, সবে শুরু হওয়া রাহি গ্রুপ যেভাবে গ্রামের স্কুলের উন্নয়নের কাজে এগিয়ে এসেছে, তা প্রশংসার দাবি রাখে। অন্যদিকে, ডিআইটিও এর ডাইরেক্টর সাহানা ভৌমিক বলেন,তারা গ্রামের অন্যন্য এলাকাতেও স্কুল উন্নয়নের কাজ করবেন।

এদিকে,এভাবে নতুন সাজে নিজেদের স্কুলকে পেয়ে বেজায় খুশি পড়ুয়ারাও।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News