রাত পোহালেই মাধ্যমিক,পরীক্ষা হলে ঢোকার আগে জেনে নিন বিধিনিষেধ,জানাচ্ছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযুষ কান্তি বেরা।
বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : এবার জেলায় মাধ্যমিক পরীক্ষায় বাড়ল পরীক্ষার্থীদের সংখ্যা৷ গতবারের তুলনায় এবছর ১৫,৮৭০ জন পরীক্ষার্থী বেড়েছে৷ জেলায় ছাত্র ও ছাত্রী মিলিয়ে এবার প্রায় ৪৬ হাজার জন মাধ্যমিক পরীক্ষায় বসছে৷ জেলার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের জন্য বন দপ্তরের সহায়তায় বিশেষ ব্যবস্থা রাখছে শিক্ষা দপ্তর। বন দপ্তর এসকর্ট দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পোঁছে দেবে।এবার প্রথম জলের বোতল সাথে রাখতে পারবে না পড়ুয়ারা,মোবাইল ফোন সাথে রাখলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। এমন নানান বিধিনিষেধ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
তা নিয়ে বাঁকুড়া২৪x৭এর ক্যামেরার বিস্তারিত জানিয়েছেন,জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযুষ কান্তি বেরা।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇