গঙ্গাজলঘাটির কাপিস্টা গ্রামের অন্নপূর্ণা মন্দিরে চুরি,এলাকায় চাঞ্চল্য! তদন্তে পুলিশ।
এবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলার গঙ্গাজলঘাটি থানার কাপিস্টা গ্রামে। এখানকার অন্নপূর্ণা মন্দিরের তালা ভেঙ্গে চোরের দল সোনা ও রুপোর গয়নাগাটি, প্রণামী বাক্সের টাকা চুরি করে চম্পট দেয়।যার মধ্যে ৮-৯ ভরি সোনার গয়নাও রয়েছে। চুরির ঘটনার কিনারা করতে তদন্তে নেমেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে জেলায় চুরির ঘটনার বিরাম নেই! এবার ভয়াবহ চুরির ঘটনা ঘটল জেলার গঙ্গাজল ঘাটি থানা এলাকার কাপিস্টা গ্রামের অন্নপূর্ণা মন্দিরে।আজ সকালে মন্দিরের সেবাইত সুরজিৎ পান্ডে মন্দির খুলেই ঘটনার টের পান। তিনি বলেন, প্রথমেই চোখে পড়ে মন্দিরের মুল দরজার তালা ভাঙ্গা।মন্দিরের অন্দর সজ্জা অবিন্যস্ত। এরপরই জানতে পারেন দেবীর সোনা,রুপোর গয়নাগাটি, প্রণামী বাক্সের টাকা, পুজোর মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। মন্দিরের কর্ণধার জ্যোতিষী হৃদয় মাধব দুবে জানান,প্রায় ৮-৯ ভরি সোনার গয়না এবং ভরি ১০ এরও বেশী রুপোর গয়না চুরি গেছে বলে প্রাথমিক ভাবে নজরে পড়েছে। আর কি,কি, চুরি গেছে তা আমরা খতিয়ে দেখছি। ঘটনা পুলিশকেও জানানো হয়েছে। এদিকে, খবর পেয়ে সকালেই মন্দিরে পোঁছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ তদন্ত শুরু করে।
এই ঘটনার পর এলাকার মানুষ পুলিশি নিরাপত্তা নিয়ে পেশ্ন তুলেছেন। পাশাপাশি,নিয়মিত পুলিশের নজরদারির দাবীও তুলেছেন তারা।
দেখুন 🎦 ভিডিও। 👇