বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জেরে জ্বলে উঠল আগুন।এই ভয়াবহ পথ দূর্ঘটনায় আহত হলেন চারজন। গত রাতে এই দূর্ঘটনাটি ঘটে বাঁকুড়া -দূর্গাপুর রাজ্য সড়কের ফুলবেড়িয়াতে। ঘটনাস্থল বড়জোড়া থানার অধীনে হলেও। খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বেলিয়াতোড় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে গুরতর জখম গাড়ীর চালক ও খালাসিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে।
দুটি ডাম্পারের একটিতে কয়লা বোঝাই ছিল।ফলে সংঘর্ষ ঘটলে তার তীব্রতা ছিল অনেক বেশী। তাই দুটি ডাম্পারের মুখোমুখি ধাক্কায় সৃষ্ট ঘর্ষণে সাথে,সাথে দাওদাও করে আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর পর পুলিশ অগ্নিদগ্ধ ডাম্পার দুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেখুন 🎦 ভিডিও। 👇