অবৈধ কয়লার মামলায় রাজু ঝার জামিন নামঞ্জুর বাঁকুড়া আদালতে,১৪ দিনের জেল হেপাজত কয়লা মাফিয়ার।

Update: 2021-03-16 04:05 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কয়লা মাফিয়া রাজু ঝার জামিন নামঞ্জুর করল বাঁকুড়া আদালত। সোমবার পুরানো একটি অবৈধ কয়লা মামলায় অভিযুক্ত রাজু ঝার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সোমবার রাজু ঝা বাঁকুড়া আদালতে আত্মসমর্পণ করেন। এবং তিনি আদালতে জামিনের জন্যও আবেদন করেন।


 কিন্তু শুনানির পর আদালত তার জামিন নামঞ্জুর করে ১৪ দিনের জেল ফেপাজতের নির্দেশ দেন। ফের ১৪ দিন পর তাকে আদালতে তোলা হবে। তখন ফের জামিনের আবেদব করবেন রাজু ঝা এমনটাই জানিয়েছেন তার আইনজীবী।দক্ষিণবঙ্গ তথা নর্থ ইস্টের প্রথম সারির কয়লা মাফিয়াদের মধ্যে অন্যতম রাজু ঝা। সম্প্রতি তিনি দুর্গাপুরে যোগদান মেলায় বিজেপিতে যোগদান করেন।তা নিয়ে জোর বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে।

বিজেপি কর্মী,সমর্থকের একটা বিশাল অংশ রাজু ঝার বিজেপিতে যোগদানের বিরোধিতা করেন।ভোটের মরসুমে রাজু ঝার বাঁকুড়া আদালতে আত্মসমর্পণের ঘটনায় আলোড়ন পড়ে জেলার রাজনৈতিক মহলেও। যদিও এদিনের এই ঘটনার সাথে রাজনীতির কোন যোগসুত্র নেই।


 একটি পুরানো কয়লা মামলায় তিনি আত্মসমর্পণ করেন বলে বাঁকুড়া জেলা আদালত সুত্রে জানা গেছে।এবং বিচারক জামিন নামঞ্জুর করায় তার ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে।





Tags:    

Similar News