আগাম বিজ্ঞপ্তি ছাড়াই জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায়ের তোড়জোড়, স্থানীয়দের বিক্ষোভ, টোল আদায় থেকে পিছু হটল কতৃপক্ষ।

বাঁকুড়া -রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের ডাংমেজিয়ায় নুতন টোল প্লাজায় আগাম কোন বিজ্ঞপ্তি ছাড়ায় টোল আদায় শুরু করাকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে মেজিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভের জেরে আপাতত টোল আদায় স্থগিত রেখেছে কতৃপক্ষ।

Update: 2020-09-01 07:59 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে সবার রুজি,রুটিতে টান। তারই মধ্যে আগাম কোনো বিজ্ঞপ্তি না দিয়ে বাঁকুড়া - রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের টোল প্লাজায় টোল আদায় শুরু করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষ ও পথচারীরা।তারা ডাংমেজিয়ার টোল গেটে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেজিয়া থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেয়। এদিকে বিক্ষোভের জেরে আপাতত টোল আদায় থেকে পিছু হটে কতৃপক্ষ। বন্ধ করে দেয় টোল আদায়।স্থানীয়দের দাবী করোনা পরিস্থিতিতে টোল বাবদ টাকা দেওয়া সভার ক্ষেত্রেই অসুবিধাজনক। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখুক জাতীয় সড়ক কতৃপক্ষ।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News