বাঁকুড়া২৪X৭(দিব্যেন্দু গোস্বামী গঙ্গাজলঘাটি) : আচমকা একটি প্লাইউডের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গঙ্গাজলঘাটিতে।আজ দুপুরে গঙ্গাজলঘাটি বাজারে বাজাজ অটোর শো রুম লাগোয়া একটি প্লাইউড গোডাউনে আগুন লাগে। সাথে সাথে আকাশে ধোঁয়ার কুন্ডলী ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে আগুনের লেলিহান শিখাও।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। তবে হতাহতের কোন খবর নেই। আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
দেখুন 🎦 ভিডিও। 👇