রমজান মাসে পানীয় জলের সঙ্কট, রোজা রেখে জলের দাবীতে পথ অবরোধ হাট আশুড়িয়ায়।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একদিকে ভরা গ্রীষ্মে পানীয় জলের চাহিদা তুঙ্গে, তার ওপর রমজান মাস।রোজা ভেঙ্গে পানীয় জল খাবেন তাতেও ঘাটতি! অগ্যতা, গ্রামের বাসিন্দারা পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন। এই ঘটনা জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া গ্রামে। এই গ্রামে প্রায় দুইশো'র ও বেশী সংখ্যালঘু পরিবারের বাস।
রোজার সময় তাই পানীয় জলের সরবরাহে বিভ্রাটের জেরে বাধ্য হয়ে হাট আশুড়িয়া সরালি মোড়ে পথ অবরোধ করেন গ্রামের মানুষ।অবরোধকারীদের মধ্যে সিংহভাগই ছিলেন মহিলা।এই অবরোধের জেরে আজ সকাল ন'টা থেকে প্রায় ঘন্টা দুই দূর্গাপুর -বিষ্ণুপুর (ভায়া পখন্না) রোডে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় সাময়িক যানজটেরও।
পরে জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা ঘটনা স্থলে গিয়ে সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। প্রসঙ্গত, দামোদর থেকে জল দেজুড়ি প্ল্যান্টে শোধন হওয়ার পর তা হাট আশুড়িয়াতে পাইপ লাইনে করে সরবরাহ করা হয়। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে জল সরবরাহে বিঘ্ন ঘটায় ক্ষুব্ধ গ্রামের মানুষ।
এই গ্রামে অনেক পাড়ায় কলও নেই। আর যে পাড়া গুলোতে আছে, সেখানে জল সরবরাহ শিকেয় উঠেছে। তার প্রতিবাদেই এই পথ অবরোধ। এদিকে,অবরোধ তুলতে জন স্বাস্থ কারিগরি দপ্তর আগামী ১০ দিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। তা পুরণ না হলে গ্রামের মহিলারা ফের আরও বড়ো আন্দোলনে নামার হুমকীও দিয়ে রেখেছেন।
এখন দেখার শেষ পর্যন্ত পানীয় জলের সমস্যা মেটাতে কতটা উদ্যোগী হয় সংশ্লিষ্ট দপ্তর? সেদিকেই নজর রইল হাট আশুড়িয়ার বাসিন্দাদের।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇