মাঠে কাটা অবস্থায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু এক শ্রমিকের,মেজিয়ার পার্বতীপুরের ঘটনা।

Update: 2021-08-05 13:01 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মাঠের মধ্যে কাটা অবস্থায় পড়ে ছিল বিদ্যুতের তার। সেই তারে পা ঠেকতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সঞ্জয় বাউরী নামে এক শ্রমিক। বুধবার রাতে জেলার মেজিয়া থানা এলাকার পার্বতীপুর গ্রামের ঘটনা। গতকাল রাতে কাজ থেকে ফিরে গ্রাম সংলগ্ন মাঠে পায়খানা করতে হিয়েছিলেন অর্থগ্রামের বাসিন্দা সঞ্জয় বাবু।


 আচমকা মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে তার পা লাগতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনা টের পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেজিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাথে,সাথে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ মেজিয়া পুলিশ এই মৃতদেহ ময়নাতদন্তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে,এই তরতাজা যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অর্ধগ্রাম জুড়ে।বৃষ্টির মরসুমে এভাবে বিদ্যুতের তার কেটে পড়ে থাকার ঘটনা আকছার ঘটে। তাই সতর্ক থাকুন। কাটা তার পড়ে থাকতে দেখলেই সাথে,সাথে খবর দিন স্থানীয় বিদ্যুৎ দপ্তরে।

👁️দেখুন 🎦ভিডিও।

Full View


Tags:    

Similar News