বেলিয়াতোড় দাঁতালের আক্রমণের শিকার এক সিভিক পুলিশ,গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া মেডিকেলে ভর্তি।

Update: 2021-08-03 12:58 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার হাতির হানার শিকার এক সিভিক পুলিশ। জেলার বেলিয়াতোড়  রেঞ্জের ঘটনা। সোমবার রাতে বরকুড়া থেকে ডিউটি সেরে ওই সিভিক পুলিশ বৃন্দাবনপুরে নিজের বাড়ী ফিরছিলেন। বাইকে চড়ে ফেরার পথে জঙ্গল থেকে পাকা রাস্তায় ওঠার মুখেই একটি হাতি তাকে পিছন থেকে ধাক্কা মারে। তিনি ছিটকে পড়ে যান। হাতিটি তাকে পায়ে থেঁতলে দেওয়ার চেষ্টা করলে কোনক্রমে নিজেকে বাঁচায় সে। যদিও তার ব্যাগটিকে পায়ে করে থেঁথলে দেয় হাতিটি। তার আর্ত চিৎকারে পিছু হটে দাঁতাল হাতিটি বনে গা ঢাকা দেয়। উৎপল বাউরী নামে ওই সিভিক পুলিশকে তড়িঘড়ি বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তার আঘাত গুরুতর হওয়ায় পরে বাঁকুড়া মেডিকেলে তাকে রেফার করা হয়।

 বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে, এভাবে হাতির হানাদারির ঘটনা দিন,দিন বেড়ে যাওয়ায় বন দপ্তরের ওপর ক্ষুব্ধ এলাকার মানুষজন। তারা হাতির লোকালয়ে হানা ঠেকাতে বন দপ্তরের গাফিলতিরও অভিযোগ তুলেছেন।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News