সরকারী শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের আইন শিথিলের দাবীতে অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ জেলাশাসকের দপ্তরে।

Update: 2019-06-24 12:03 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সরকারী শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধে জেলা প্রশাসন কড়াকড়ি শুরু করার জেরে শহরের অবিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জেলা শাসকের আফিস চত্বর। সকাল এগারোটা থেকে প্রায় ঘন্টা তিনেক ধরে জেলাশাসকের অফিসের মধ্যে অবিভাবক ও ছাত্র,ছাত্রীরা চড়াও হয়ে বিক্ষোভ দেখায়। ডিএম অফিসে ওঠার সিঁড়িতে বসে পড়ে পড়ুয়ারা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। শেষে কয়েক দফায় অবিভাবক ও পড়ুয়াদের সাথে জেলাশাসক বৈঠক করে আলোচনা সারলে বিক্ষোভ ওঠে। অবিভাবকদের দাবী,শিক্ষাবর্ষের মাঝ পর্বে জেলায় সরকারী শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো

বন্ধের নিয়ম লাগু করাতে প্রশাসন উঠে পড়ে লাগায় ছাত্র, ছাত্রীরা বিপাকে পড়েছে।এখন তাদের টিউশন পড়া বন্ধ রাখে দিয়েছেন স্কুলের শিক্ষকরা তাই তারা চান চলতি শিক্ষাবর্ষে নিয়ম শিথিল করুক প্রশাসন। কেও,কেও বিকল্প টিউশন ব্যবস্থা চালুর জন্য কয়েক বছর পর এই আইন বলবৎ করার পক্ষে সওয়াল করেছেন। অভিভাবক ফোরামের পক্ষ থেকে জেলাশাসকের হাতে তাদের স্মারকলিপি তুলেদেন। তবে এই অবস্থায় আদৌ সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে চিন্তিত পড়ুয়া থেকে অবিভাবক মহল।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bjp-worker-attacked-by-tmc-at-kotulpur/img-20190604-wa0028/" rel="attachment wp-att-5235">

Similar News