#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : এবার জেলার সরকারী স্কুলেও মিলছে ডিজিটাল শ্রেণীকক্ষে পঠন পাঠনের সুবিধা।জেলার কোতুলপুর ব্লকের গোগড়া উচ্চ বিদ্যালয়ে এমনই ডিজিটাল ক্লাস রুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।প্রাথমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের এই সুবিধা মিললেও পরে পঞ্চম শ্রেণী থেকে ডিজিটাল ক্লাস রুম পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে,গ্রামের এই স্কুলে পঠন,পাঠনে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে খুশী শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। প্রোজেক্টারের মাধ্যমে পাঠ দানের পাশাপাশি, ই-লার্নিং এর সুযোগও মিলবে এই ক্লাস রুমে।
পড়ুয়াদের দাবী এর ফলে পাঠ বোঝার কাজটা যেমন সহজ হবে,তেমনি পড়া শোনায় যাদের আগ্রহ কম তারাও ডিজিটাল ক্লাসের বাড়তি আকর্ষণের ফলে স্কুল মুখী হবে।
সহ বিদ্যালয় পরিদর্শক দেবদুলাল গোস্বামীও মনে করেন এই যুগোপযোগী প্রযুক্তি পড়ুয়াদের পড়ার প্রতি আরও আগ্রহ বাড়াতে কাজে আসবে,তাই এই পরিষেবা আরও বেশী,বেশী স্কুলে চালু করার ওপর জোর দেওয়া হচ্ছে।
এক সময় বেসরকারী নামী স্কুলেই কেবল ডিজিটাল ক্লাস রুমের সুযোগ মিলত। যা সাধারাণ পরিবারের পড়ুয়াদের কাছে অধরাই থেকে গিয়েছিল।এখন গ্রামের সরকারী স্কুলে বিনা পয়সায় এমন সুযোগ মেলায় স্বাভাবিক ভাবেই এই পিছিয়ে পড়া স্কুল গুলিরও যে মান বাড়বে,তা বলাই বাহুল্য।
#দেখুন ভিডিও।[embed]