পাত্রসায়েরে জমি বিবাদের জেরে রাতভর বোমাবাজির পর,আজ আদিবাসীদের হাতে জমির দখল তুলে দিল পুলিশ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আদিবাসী বর্গাদারদের সাথে, জমি দখলের বিবাদকে কেন্দ্র করে রাতভর বোমাবাজি চলার পর, আজ পুলিশ- প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সেই জমির দখল আদিবাসী সম্প্রদায়ের হাতে ফিরিয়ে দিলেন।
এই ঘটনার জেরে, গত ২৪ ঘন্টায় ব্যাপক উত্তেজনা ছিল পাত্রসায়ের থানার ধগড়িয়া গ্রামে।
২০১৫ সালে, এই ধগড়িয়া গ্রামের জনৈক এক বাসিন্দার কাছে ২২ জন মিলে চাষ করার জন্য জমি কেনে। তাদের দাবী, তৎকালীন সময়ে জমির কোনো দাবীদার ছিলনা, কোন বর্গা রেকর্ডও ছিল না।কিন্তু গত ২১ আগস্ট জমি দখল নিতে গেল, অনেকে মিলে নিজেদের বর্গাদার বলে দাবী করে। এদিকে যিনি জমি বিক্রি করেছিলেন তিনি বেঁচে না থাকায়, জমির দাবীদার নিয়ে জটিলতা মেটানোর সহজ উপায় না থাকায় সমস্যা আরও বাড়ে। গতকাল রাতে ২২ জন মিলে জমি দখল করতে গেলে বিবাদ চরমে ওঠে। গ্রামের দুই ভিন্ন সম্প্রদায়ের লোকজন এই বিবাদে জড়িয়ে পড়েন। গত রাতে ব্যাপক বোমাবাজির পর আজ বিষ্ণুপুরের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে জমি আদিবাসীদের হাতে তুলে দেয়। দখল পেয়েই আদিবাসীরা জমিতে ধান রোপন করে নিজেদের অধিকার নিশ্চিত করে ফেলে। পুলিশ-প্রশাসনের দাবী, এই জমিগুলোর বৈধ বর্গাদার আদিবাসীদের জমি ফিরিয়ে দিতে আইন মোতাবেক তাদের সহায়তা দেওয়া হয়েছে। এদিকে, গত কালকের বিবাদেরব ঘটনায় ৩ জনকে পুলিশ গ্রেপ্তারও করে বলে জানা গেছে।
গ্রামে উত্তেজনা থাকায় পুলিশী টহল চলছে। থাকছে পুলিশ পিকেটও।
ভিডিওটি ক্লিক করে
শুনুন এসডিপিও, বিষ্ণুপুর সুকোমল দাসের বক্তব্য।[playlist data-type="video" ids="597"]