বিষ্ণুপুরে দ্বারকেশ্বরে পায়ে হেঁটে পারপারের সময় তলিয়ে গেলেন বৃদ্ধ, খোঁজ পেতে চলছে তল্লাশি।
বাঁকুড়া,৭ সেপ্টেম্বর : পায়ে হেঁটে দ্বারকেশ্বর নদ পার হতে গিয়ে তলিয়ে যাওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাসির করেও সন্ধ্যে পর্যন্ত কোন খোঁজ
মিলল না তলিয়ে যাওয়া ওই প্রৌঢ়রের।
বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার প্রকাশ ঘাটের এই দূর্টঘনায় চাঞ্চল্য ছড়ায়। বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি,এখনও নিখোঁজের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যাক্তির নাম হাসান আলি খান(৬৪)। তিনি বিষ্ণুপুরের উলিয়াড়ার প্রকাশ গ্রামের পাঠান পাড়ার বাসিন্দা। পেশায় গরু ব্যবসায়ী এই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যার গোড়ায় গরু বিক্রী করে, নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন।
হেঁটে নদী পার হওয়ার সময়ই প্রকাশ ঘাটের কাছে স্রোতে তলিয়ে যান তিনি। খবর পেয়েই, এলাকায় ছুটে যায় পুলিশ।ঘটনার পর থেকেই উদ্ধারের কাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা দপ্তর। প্রকাশ ঘাট এলাকায় বোট নিয়ে তল্লাশি চালানোর পরও নিখোঁজ ব্যাক্তির কোনও রকম খোঁজ মেলনি। এখনও জারি আছে উদ্ধার কার্য।
ভিডিও দেখতে নীচে ক্লিক করুন। [playlist data-type="video" ids="708"]