বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথমিক শিক্ষক শাখা সংগঠন গুলিকে ছাপিয়ে জেলায় দুই বছরে প্রায় দেড় গুন সদস্য বৃদ্ধি উস্থির।
বিভিন্ন রাজনৈতিক দলের অনুমোদিত প্রাথমিক শিক্ষকদের শাখা সংগঠন গুলির শিক্ষক স্বার্থে প্রকৃত আন্দোলন বিমুখতার ফলেই উস্থির সংগঠন দিন,দিন শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন এ রাজ্যের রাজনৈতিক বোদ্ধারা।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও সদস্য বাড়ছে প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। আজ বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাস রোডের একটি বেসরকারি ম্যারেজ হলে এই সংগঠনের দ্বিতীয় বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। দুই বছরের নিরিখে এক ধাক্কায় প্রায় দেড় গুণ সদস্য সংখ্য বৃদ্ধি পেয়েছে উস্থির৷ যা রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথমিক শিক্ষকদের শাখা সংগঠন গুলির নেতৃত্বের কাছে।কি ডান,কি বাম বিশেষ করে রাজ্যের শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠন থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন প্রচুর শিক্ষক।
তারা এখন উস্থী মুখী। যার প্রমাণ আজকের উস্থির সম্মেলন মঞ্চ। বাঁকুড়া জেলাতে এখন উস্থির মেম্বার রেজিষ্ট্রেশন দিন,দিন বাড়ছে। বাঁকুড়া জেলায় সদস্য সংখ্য খুব শীঘ্রই দুই হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন উস্থির জেলা নেতৃত্ব। ইতিমধ্যে প্রায় দেড় হাজারেরও বেশী সদস্য জেলায় সক্রিয় ভাবে কাজ করে চলেছেন।উস্থির রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষের দাবি, উস্থির সাথে এখন রাজ্যের প্রায় ৮০% শিক্ষক যুক্ত আছেন৷ এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের অনুমোদিত প্রাথমিক শিক্ষকদের শাখা সংগঠন গুলির শিক্ষক স্বার্থে প্রকৃত আন্দোলন বিমুখতার ফলেই উস্থির সংগঠন দিন,দিন শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন এ রাজ্যের রাজনৈতিক বোদ্ধারা।
বাঁকুড়াতেও দেড় গুণ সদস্য বাড়া যথেষ্ট আশাব্যঞ্জক বলে দাবি করছেন বাঁকুড়া জেলার উস্থির নেতৃত্বও।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇