কেশিয়াকোল শ্যুট আউট কান্ডে বিহার যোগ, অরঙ্গবাদ থেকে ধৃত আজগৈবির ১০ দিনের পুলিশ হেফাজত।

পুলিশের অনুমান বিহার ও এরাজ্যের আসানসোল এলাকার দুষ্কৃতি মিলিয়ে অপারেশন সাদ্দাম টিম গড়া হয়েছিল।এই টিমে কজন ছিল,এবং তারা কোথাকার এসব তথ্য এবার আজগৈবি শর্মার কাছে জনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Update: 2023-09-17 18:48 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কেশিয়াকোল শ্যুট আউট কান্ডে সুপারি কিলার তত্ত্ব আরও জোরালো হচ্ছে।এবার এই ঘটনায় বিহারের অরঙ্গবাদ জেলার গো থানা এলাকায় হানা দিয়ে আজগৈবি শর্মা নামে এক অভিযুক্তকে ধরে পুলিশ। শনিবার রাতে বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে বাঁকুড়া পুলিশের টিম। প্রসঙ্গত,শুক্রবার আসানসোলের চাঁদা মোড় থেকে বাঁকুড়া পুলিশ ও আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিম যৌথ অভিযানে এই শ্যুট আউট কান্ডে প্রতাপ দাস নামে এক দাগী অপরাধীকে ধরে। এই ঘটনায় প্রতাপই পুলিশের প্রথম শিকার।তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ আজগৈবি শর্মার নাম জানতে পারে।

তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।রবিবার ধৃত আজগৈবি কে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে, বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সুত্রে জানা গেছে ঘটনার দিন ৫ই সেপ্টেম্বর সে বাঁকুড়ায় ছিল।এবং তার মোবাইলে স্যুটারদের সাথে কথা বলার প্রমাণ মিলেছে।মোবাইলের কল ডিটেইলস থেকে পুলিশের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায়।এবং জেল থেকে ছাড়া পাওয়ার সাথে,সাথে সাদ্দাম কে খুনের ছক কষেছিল সাদ্দামের বিরোধী শিবির।তারা বিহার থেকে সুপারি কিলার নিয়োগ করেছিল এমন তথ্য এবার উঠে আসছে।

যেহেতু বিহার যোগ রয়েছে,তাই পুলিশের অনুমান বিহার ও এরাজ্যের আসানসোল এলাকার দুষ্কৃতি মিলিয়ে অপারেশন সাদ্দাম টিম গড়া হয়েছিল।এই টিমে কজন ছিল,এবং তারা কোথাকার এসব তথ্য এবার আজগৈবি শর্মার কাছে জনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।এবং পুলিশের দাবি, তদন্ত ঠিক পথেই এগোচ্ছে।অল্পদিনের মধ্যেই এই শ্যুট আউট কান্ডের কিনারা হয়ে যাবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News