লালবাজারে বেহাল রাস্তায় কচু গাছ পুঁতে অভিনব বিক্ষোভ বিজেপির।

Update: 2023-08-04 18:48 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোন প্রত্যন্ত গ্রাম নয়,বাঁকুড়া পুর শহরেই বেহাল রাস্তায় যাতায়াতে প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসীর। অভিযোগ,বাঁকুড়া পুরসভা র উদাসীনতায় এমন দুর্ভোগ শহরের ২০ নাম্বার ওয়ার্ডের লালবাজারের বাসিন্দাদের কার্যত রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। তাই উদাসীন পুরসভার টনক নড়াতে এবার পথে নামল বিজেপি। লালবাজারের এই খানা খন্দে ভরা রাস্তায় কচু গাছ পুঁতে অভিনব বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বিজেপির নেতা,কর্মী ও সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের একাংশ।এদিনের এই কর্মসূচীতে নেতৃত্বদানকারী বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক উজ্জ্বল মণ্ডলের অভিযোগ,

 তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভার ২৪ টি ওয়ার্ডে পা ফেললেই টের পাবেন রাস্তা ঘাটের বেহাল দশা। লালবাজারের এই গুরুত্বপূর্ণ রাস্তার দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা অবস্থা। অথচ এই রাস্তা দিয়েই হিন্দু হাই স্কুল যেতে হয় পড়ুয়াদের।রাস্তার যা পরিস্থিতি তাতে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। মাঝে মাঝে রাস্তা সংস্কার হয়, ক'দিন পরেই আবার সেই এক অবস্থা! শুধুমাত্র 'কাটমানি'র জন্য নাম কা ওয়াস্তে রাস্তা সারাই হয়। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও এদিন হুঁশিয়ারী দেন তিনি।

এদিকে,তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার বলেন, বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে। ওরা আমাদের কাছে আসতে পারত। কিন্তু,ওরা সেটা করেনি। বিজেপি এসব করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এসব করে কোনও লাভ নেই। কারণ, এই পুরসভা এলাকায় অধিকাংশ ওয়ার্ডে রাস্তা তৈরি হয়েছে। খুব শীঘ্রই আরও ২১ টি রাস্তা তৈরি করা হবে বলেও জানান অলকা দেবী।রাস্তায় কচু গাছ লাগানোর জেরে এই রাস্তার হাল ফেরে কিনা সেটাই এখন দেখার। আর তা না হলে এই এলাকার বাসিন্দাদের যে দুর্ভোগ দূর হবেনা তা বলাই বাহুল্য।

 পাশাপাশি, শহরের ২১ টি রাস্তা তৈরির ওপরও নজর রইল পুরবাসীর।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News