#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: আজ মহা সপ্তমী। সকাল থেকেই জেলার নদী ও জলাশয়ে নব পত্রিকা স্নানের ভীড় ছিল উপচে পড়া। শহরের গন্ধেশ্বরী নদীতে সকালে নব পত্রিকা স্নান দেখতে মানুষের ঢল নামে। নব পত্রিকা স্নানের পর কলা বৌ কে মন্ডপে স্থাপন করার মধ্য দিয়েই মহা সপ্তমীর দেবী আরাধনার সূচনা হয়। নবপত্রিকা দুর্গাপূজার নানা উপাচারে একটি প্রধান অঙ্গ। নবপত্রিকা শব্দের আক্ষরিক অর্থ হল নয়টি গাছের পাতা। আসলে এক্ষেত্রে নবপত্রিকা কার্যত,নয়টি উদ্ভিদের সমাহার। এই উদ্ভিদ গুলো হল - কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান। একটি সপত্র কলাগাছের সাথেঅন্যান্য আটটি সমূল ও সপত্র উদ্ভিদ এক সাথে করে,তার সাথে একজোড়া বেল-সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়া হয়।
শাস্ত্র মতে এই নবপত্রিকার ৯টি উদ্ভিদ আসলে দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীকরূপে পূজিত হন। এই দেবীর নব রূপ হলেন : রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচ্বাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্ত্যাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্বাধিষ্ঠাত্রী শিবা, দাড়িম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই নয় দেবী একত্রে "নবপত্রিকাবাসিনী নবদুর্গা" নামে নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ মন্ত্রে পূজিতা হন। কলা বৌ নামে নব পত্রিকাকে অভিহিত করা হলেও কলা বৌ প্রকৃত অর্থে কারও বৌ নন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]