মাঝরাতে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা,ভেঙ্গে পড়ল বাড়ি,আগুনে ঝলসে মৃত ২,মেয়েদের ওপর থেকে ঠেলে ফেলে,ঝাঁপ মেরে, প্রাণে বাঁচলেন মা।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই বাড়িতে টোটো চার্জ দেওয়া হচ্ছিল।তাই সর্ট সার্কিট থেকেও গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরণ ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়ার নয়! এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা? তা খতিয়ে দেখছে পুলিশ।;

Update: 2025-01-10 09:40 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : নিঝুম শীতের মাঝরাতে হটাৎ বিকট আওয়াজ। বাঁকুড়া শহরের পুর এলাকার ৬ নাম্বার ওয়ার্ডের লালবাজার মাঝি পাড়া আচমক যেন কেঁপে উঠল বিস্ফোরণে! বিছানা ছেড়ে বাড়ির বাইরে বের হতেই পড়শিরা দেখলেন, নিতাই পালের বাড়ি দাউদাউ করে জ্বলছে! বাড়ির এক মহিলা,তার দুই মেয়েকে প্রাণে বাঁচাতে ওপর তলা থেকে ঠেলে নিচে ফেলে দিয়ে, নিজেও ঝাঁপ মারলেন।তারাও আগুনে দগ্ধ হয়ে গুরতর আহত। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়া হয় দমকলে।ভোররারে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির কর্তা নিতাই চন্দ্র পাল (৭০) এবং তাঁর স্ত্রী মিনা পাল (৬৩) আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সুত্রে জানা গেছে,লালবাজার মাঝি পাড়ায় পাল দম্পতি তাদের এক মেয়ে এবং দুই নাতনিকে নিয়ে থাকতেন।

এক নাতনি একাদশ শ্রেণীতে এবং অন্য জন অষ্টম শ্রেণির ছাত্রী। আগুনের গ্রাস থেকে বাঁচতে এই দুই ছাত্রীর মা প্রথমে লেপ ও তোষক ওপর তলা থেকে ফেলে দিয়ে, তার ওপর দুই মেয়েকে ঠেলে ফেলে দেন এবং শেষে নিজে ঝাঁপ মারেন। এতে গুরুতর আহত হলেও প্রাণে বাঁচেন তারা।প্রথমে আহত এই তিনজনকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও পরে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এদিকে,কিভাবে এতবড়ো অগ্নিকাণ্ড ঘটল? তা নিয়ে ধোয়াঁশা কাটেনি। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও স্পষ্টভাবে কারণ চিহ্নিত করতে পারেন নি। অন্যদিকে,স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এমন অনুমান করছেন অনেকেই। 

এই বাড়িতে টোটো চার্জ দেওয়া হচ্ছিল। তাই সর্ট সার্কিট থেকেও গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরণ ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়ার নয়! এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা? তা খতিয়ে দেখছে পুলিশ। এদিনের বিস্ফোরণের তীব্রতাও ছিল যথেষ্ট। পাকা বাড়ির দেওয়াল তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। স্বাভাবিক ভাবেই এই দুর্ঘটনা নিয়ে তদন্তে সব দিক খতিয়ে দেখছে দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। 

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News