তালডাংরায় ধৃত বিজেপির জিলা পরিষদের প্রার্থীর জামিন নাকচ,হাইকোর্টে যাচ্ছে বিজেপি।

Update: 2023-07-10 18:53 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তৃণমূল কংগ্রেসের অঞল সভাপতি,ও পঞ্চায়েত সমিতির প্রার্থীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন জঙ্গলমহলের বিজেপি নেতা এবং এবারের তালডাংরার বাঁকুড়া জিল পরিষদের ২৮ নাম্বার আসনের প্রার্থী। অভিজিৎ লোহার। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সোমবার তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷ এদিকে, জানাগেছে তার অস্ত্রটি এখনও উদ্ধার করে উঠতে পারেনি পুলিশ। উদ্ধারের জন্য চেষ্টা চলছে।আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল নেতাকে ভয় দেখানো, মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

 এই অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করে বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ। ধৃত অভিজিৎ লোহার বাঁকুড়া জেলাপরিষদ ২৮-এর বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার গ্রেপ্তারের পর খাতড়া মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তালডাংরা ব্লকের শালতোড়া অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শনিবার ভোটের দিন সকালে চাষের জন্য শ্রমিকের খোঁজে তিনি এক সঙ্গীকে নিয়ে খরখরি গ্রামে গিয়েছিলেন।ফেরার পথে খরখরি বুথের কাছে তার মোটর বাইক আটকায় বিজেপির অভিজিৎ লোহার সহ কয়েকজন।

এবং ধাক্কা মেরে বাইক থেকে ফেলে কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে মেরে ফেলার হুমকি দেয়।


 প্রাণ বাঁচাতে দৌড়ে বুথের মধ্যে ঢুকে পড়েন তিনি। সেখানে গিয়েও চার-পাঁচ জন মিলে মারধর করে ও টেনেহিঁচড়ে বের করে আনার চেষ্টা করে। সেই সময়, অঞ্চলের বিদায়ী প্রধান ও এবারের তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী সোনালি লোহার বাঁচাতে গেলে তাঁকেও আক্রমনের চেষ্টা করা হয়। পরে পুলিশ আমাদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর উপর এই হামলা বলে দাবি করেছেন সুশান্ত বন্দ্যোপাধ্যায়।ঘটনার দিন দুপুরেই তালডাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সোমবার অভিযুক্ত অভিজিৎ লোহারকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর সিংহ  অভিযোগ তুলে বলেন বুথে ছাপ্পা ভোটের একটা চেষ্টা চলছিল। তা ঠেকাতে গিয়েই অভিজিৎ লোহারকে আক্রান্ত হন।পরে তাঁকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূল। এভাবে মামলা দিয়ে বিজেপিকে আটকানো যাবেনা।খাতড়া মহকুমা আদালতে  জামিন নাকচ হয়েছে।তবে বিজেপি এবার জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলেও জানান বিল্লেশ্বর বাবু।


Similar News