অধরা পাকা রাস্তা,বেহাল আইসিডিএস সেন্টার, পানীয় জলের যোগানে টান! প্রতিবাদে,ভোট বয়কট তালডাংরার বোড়দা গ্রামে।
গ্রামবাসীদের বিশ্বাস, এবার ভোট বয়কট করায় টনক নড়বে প্রশাসন থেকে রাজনৈতিক দল সব মহলেই।আর তার জেরেই মিটবে তাদের দীর্ঘ দিনের দাবী।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভোট আসে ভোট যায় তবুও গ্রামের নুন্যতম চাহিদা মেটাতে উদাসীন প্রশাসন! গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের পরিষেবাও।পাশাপাশি,গ্রামের আইসিডিএস সেন্টারটিও বেহাল হয়ে পড়ছে।বারে,বারে গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েত থেকে মহকুমা ও জেলা স্তরে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি।বাধ্য হয়ে নিজেদের দাবি আদায়ে ভোট বয়কটকেই হাতিয়ার করেছেন। ফলে তালডাংরা বিধানসভার ৬৫ নাম্বার বুথের কুলুডিহা গ্রাম সংসদের বোড়দা গ্রামে এদিন একটিও ভোট পড়েনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর আক্ষেপ গ্রামের মানুষকে অনেক বুঝিয়েও তারা বুথমুখী হননি৷গ্রামবাসীদের বিশ্বাস, এবার ভোট বয়কট করায় টনক নড়বে প্রশাসন থেকে রাজনৈতিক দল সব মহলেই।আর তার জেরেই মিটবে তাদের দীর্ঘ দিনের দাবী।
এদিন,গ্রামবাসীরা তাদের তিন দফা দাবীর ভিত্তিতে এই ভোট বয়কটের ডাক দেন। ফলে এই গ্রামের কোন ভোটার এদিন আর বুথ মুখী হন নি। এখন দেখার তাদের এই ভোট বয়কটের পর গ্রামের রাস্তাঘাট,পানীয় জল ও আইসিডিএস সেন্টারের হাল ফেরে কিনা?
👁️দেখুন 🎦ভিডিও। 👇