বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া তালডাংরায় মোটের ওপর ভোট শান্তিপূর্ণ, উপ নির্বাচনে ভোট পড়ার হারেও এগিয়ে এই বিধানসভা।

রাজ্যে উপ নির্বাচনে ভোট পড়ার হারের নিরিখে সব থেকে এগিয়ে তালডাংরা। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে,এই কেন্দ্রে বিকেল ৫ টায় ভোট গ্রহণের হার ছিল ৭৫.২০ শতাংশ।

Update: 2024-11-14 01:39 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন  : তালডাংরা উপ নির্বাচনে ভোট হল উৎসবের মেজাজে। রাজ্যে উপ নির্বাচনে ভোট পড়ার হারের নিরিখে সব থেকে এগিয়ে তালডাংরা। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে,এই কেন্দ্রে বিকেল ৫ টায় ভোট গ্রহণের হার ছিল ৭৫.২০ শতাংশ। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ হলেও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে এদিন। সকালে তালডাংরার পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ১২১ নম্বর বুথের একশো মিটারের মধ্যেই তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটারস্লিপ বিলি করার অভিযোগকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। আবার বিবড়দা সচ্চিদানন্দ বিদ্যাপীঠের ৭৪ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে বিরোধী শিবির। তিনি বুকে দলীয় প্রতীক সেঁটে বসেছিলেন। পরে অবশ্য প্রিসাইডিং অফিসার সেটি খুলিয়ে রাখার ব্যবস্থা করেন।

অন্যদিকে,১১২ মালাতোড় বুথে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন তালডাংরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। আর তা নিয়ে রাজনৈতিক চাপান উতোরও চলে পুরোদমে।এদিন বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৭৫.২০%।ফাইনাল ভোট পড়ার হার আরও খানিক বাড়বে বলে মনে করা হচ্ছে।এই কেন্দ্রে উৎকল ভোট এবং মুসলিম ভোট উইনিং ফ্যাক্টর হিসেবে বরাবরই কাজ করে। এবার তৃণমূল,সিপিএম এবং জাতীয় কংগ্রেস উৎকল সম্প্রদায়ের প্রার্থী করায় এই ভোট ব্যঙ্কে ত্রিমুখী ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। ফলে ভোট কাটাকুটির অঙ্কের ওপর তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের ফলাফল নির্ভর করছে।

👁দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News